পরমাণু কর্মসূচি ইস্যুতে তুরস্কের ইস্তাম্বুলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার জেরে তেহরানের পরমাণু কর্মসূচির আলোচনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। দেশটির পরমাণু কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদের প্রবেশের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে এবার ইউরোপের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান।
সোমবার (২১ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার (২৫ জুলাই) ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু ইস্যুতে ইরান আলোচনায় বসবে।
এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ চালানোর পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে প্রথমবারের মতো ফোনালাপ হয়।
এর আগে ইউরোপীয় দেশগুলো হুঁশিয়ার করে বলেছিল, আগস্টের মধ্যে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় কোন অগ্রগতি না হলে জাতিসংঘের পুরানো নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনবে তারা।
জবাবে রোববার আরাঘচি বলেন, ইউরোপ আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে। তবে কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে তাদের বিরত থাকার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ‘যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের বৈঠক উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হবে।’
এর আগে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনা হয়েছিল। যষ্ঠ দফা বৈঠকের দুইদিন আগে ইসরাইল আকস্মিকভাবে ইরানে হামলা চালায়।
উল্লেখ্য, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য দেশটির সঙ্গে ২০১৫ সালে একটি চুক্তি করেছিল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে যায় যুক্তরাষ্ট্র।
এমআর/টিকে