সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী।
সোমবার (২১ জুলাই) চট্টগ্রাম নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাবেক এ নির্বাচন কমিশনার দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন।
আবদুল মোবারক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার আগে প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করে। মাঠ প্রশাসনে তিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার চট্টগ্রাম নগরে প্রথম দফা এবং আসরের পর হাটহাজারীতে নিজ গ্রামের বাড়ি ছিপাতলীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এফপি/এসএন