জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে উত্তরের অনেক জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রফিক জানান, দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। ইউনিট চালু করতে তিন ঘণ্টা সময় লাগবে। তবে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
জানা গেছে, বর্তমানে রংপুর বিভাগের ২ জেলা- গাইবান্ধা ও লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বাকি ৬ জেলা- রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে বিদ্যুৎ সরবরাহ চালু আছে।