রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে নামেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় অভ্যুত্থান শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
আজ দেখা যায়, বাদ এশা মহিপাল জামে মসজিদে অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নেন হাসনাত ও সারজিস। পরে সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সন্তান হারানো স্বজনদের বর্ণনায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।
এর আগে, বিকেলে বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনীতে পূর্ব ঘোষিত আজকের কর্মসূচি স্থগিত করা হয়। পাশাপাশি আগামীকালের (মঙ্গলবার) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রাও স্থগিত করা হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেনীতে এসে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। এ ছাড়া শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও কথা বলেছেন।
উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনী জেলায় তাদের পদযাত্রা করার কথা ছিল।
ইউটি/টিএ