বিমান দুর্ঘটনায় মেয়েকে পাওয়া গেল অক্ষত, মা এখনো নিখোঁজ
মোজো ডেস্ক 03:02AM, Jul 22, 2025
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দেড়শরও বেশি। এরমধ্যে মাইলস্টোনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসনা জাইরাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু তাকে স্কুলে নিতে যাওয়া তার মা লামিয়া আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ লামিয়ার পুড়ে যাওয়া জাতীয় পরিচয় পত্রের একটি ছবি সামাজিকমাধ্যমে দেখতে পেয়েছিলেন তার স্বজনরা। লামিয়ার বোনের মেয়ে সাথী আক্তার তাকে খুঁজতে ঘটনাস্থলে এসেছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ তারা পাননি।
সাথী আক্তারের স্বামী আলমগীর হোসেন জানিয়েছেন, ঢাকার যেসব হাসপাতালে হতাহতদের নেওয়া হয়েছে, সব হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু লামিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার মোবাইল নম্বরটিও বন্ধ আছে।
উম্মে আফিয়া নামের আরেক শিক্ষার্থীর খোঁজ করছিলেন স্বজনেরা। সে স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আফিয়ার বাবা আব্দুল কাদির, মা তানিয়া আক্তার। আফিয়ার এক স্বজন জানিয়েছেন, তারা সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও আফিয়াকে খুঁজে পাচ্ছেন না।