গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও ১৩৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়া সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৯৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৩৪টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১৫৫ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪২ হাজার ১৩৫ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, “অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেকক্ষেত্রে পৌঁছাতে পারছেন না।”

এদিকে গত ২৪ ঘণ্টায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৫০ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে ১ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৫১১ জনের বেশি আহত হয়েছেন।

চলতি বছরের মার্চের ১৮ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে, যদিও জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। নতুন এই দফার হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ১৯৬ জন নিহত এবং ৩০ হাজার ৯৪ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এছাড়া গাজায় ইসরায়েলের এই হামলার কারণে দেশটির বিরুদ্ধে ‘গণহত্যা চালানোর’ অভিযোগে মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে)।
 
এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর Jul 22, 2025
img
দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট Jul 22, 2025
img
ধর্মতলার সমাবেশে অসুস্থ শতাব্দী ও শত্রুঘ্ন, চিকিৎসার জন্য হাসপাতালে! Jul 22, 2025
img
কষ্ট সহ্য করতে পারিনি, তাই রক্ত দিতে চলে এসেছি Jul 22, 2025
img
ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে: কল্কি কেকলাঁ Jul 22, 2025
যে ৩টি কাজে আল্লাহ রাগান্বিত হন | ইসলামিক জ্ঞান Jul 22, 2025
স্থগিত করা হল এইচএসসি ও সমমানের পরীক্ষা Jul 22, 2025
শেখ মুজিবকে কটাক্ষ করে যা বললেন দুদু Jul 22, 2025
জানা গেল যে ক্লাসের উপর বিমানটি পড়েছিল সেটির উপস্থিতির সংখ্যা Jul 22, 2025
গভীররাতে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মাইলস্টোন। কারণ জানালেন শিক্ষার্থীরা Jul 22, 2025
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী Jul 22, 2025
img
মাইলস্টোনের ঘটনায় শোক প্রকাশ পা‌কিস্তানের তারকা ক্রিকেটারদের Jul 22, 2025
img
মামুন হত্যা মামলা: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে Jul 22, 2025
img
মাইলস্টোনের ঘটনা: সাফ শিরোপা জয়েও শোকাহত কোচ বাটলার Jul 22, 2025
img
বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড Jul 22, 2025
img
বিমান প্রশিক্ষণ কোথায় হবে তা নতুন করে দেখার প্রয়োজন: শ্রম উপদেষ্টা Jul 22, 2025
img
শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ Jul 22, 2025
img
এ দেশে আমরা বেঁচে থাকি এক অলৌকিক প্রক্রিয়ায় : আব্দুন নূর তুষার Jul 22, 2025
img
মার্টিনেজের জন্য ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিল অ্যাস্টন ভিলা Jul 22, 2025
img
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির ইসলাম সাগর Jul 22, 2025