জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা অনেক বেশি। যার ফলে চট্টগ্রাম এলাকায় জানজট ও জাহাজজটও বেশি। তবে চট্টগ্রামের তুলনায় মোংলা বন্দরের ব্যবহার অনেক কম।
তিনি বলেন, মোংলা বন্দরের ব্যবহার যদি বাড়ানো যায়। তাহলে চট্টগ্রামের ওপর চাপ ও জট কমবে। মোংলা বন্দর ও মোংলা কাস্টমস হাউজের আয় বৃদ্ধি পাবে। এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
মো. আবদুর রহমান খান বলেন, আমরা মূলত মাঠ পর্যায়ের সমস্যাগুলো জানতে চাই। যেমন মোংলা বন্দরের সক্ষমতা কেমন, কি পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আরও কিভাবে ব্যবহার বৃদ্ধি করা যায়। মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তাদের কি ধরনের সমস্যা রয়েছে—এসব জানতে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসএন