মারা গেছেন জনপ্রিয় মার্কিন তারকা ম্যালকম জামাল ওয়ার্নার। ছুটি কাটাতে গিয়ে মৃত্যু হয় ৫৪ বছরের এই অভিনেতার। একটি আইন প্রয়োগকারী সংস্থা সোমবার (২১ জুলাই) রয়টার্সকে জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘দ্য কসবি শো’-তে থিও হাক্সটেবলের চরিত্রে অভিনয়ে সাড়া ফেলেছিলেন ম্যালকম। জানা গেছে, কোস্টারিকায় ছুটি কাটানোর সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।

কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা জানিয়েছে, পানির প্রবল স্রোত ওয়ার্নার নামের এক মার্কিন নাগরিককে সাগরের দিকে টেনে নিয়ে যায়। রেড ক্রসের লাইফগার্ডরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, পরিবারের সঙ্গে কোস্টারিকায় ছুটি কাটাচ্ছিলেন ম্যালকম। স্থানীয় সময় গত রবিবার বেলা আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের কাছে প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে সাঁতার কাটছিলেন তিনি। সে সময় হঠাৎ প্রবল স্রোতে গভীর সমুদ্রের দিকে ভেসে যান এই অভিনেতা।
এমকে/টিএ