দেখতে দেখতে অভিরূপ ঘোষের ছবি ‘মৃগয়া’ ২৫ দিন পার করে ফেলল। ছবিতে টলিউডের একগুচ্ছ তারকা-অভিনেতার সমাবেশ। ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রিজ়ওয়ান রব্বানি শেখ, সৌরভ দাস, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। পরিচালক কি উদ্যাপনে ব্যস্ত? টলিপাড়ায় খবর, অভিরূপ চুপচাপ পরের ছবির প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তাঁর আগামী ছবিও তারকাখচিত হতে চলেছে। সব ঠিক থাকলে তাঁর নতুন ছবিতে প্রথম জুটি বাঁধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার। তাঁরা যদি একটি ছবির দুই বাহু হন, তবে তৃতীয় বাহু বিবৃতি চট্টোপাধ্যায়। প্রযোজনায় মুকেশ পাণ্ডে।
এ দিকে শোনা যাচ্ছে, অগস্টের মাঝামাঝি থেকে ছবির শুটিং শুরু হবে। চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে জোরকদমে। থাকবেন বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির আরও তারকা অভিনেতা। তবে এ বার আর অভিরূপের ছবিতে খুন-জখম-অ্যাকশন নয়, থাকবে সম্পর্কের গল্প। প্রেমের পরশ। চিত্রনাট্য মেনে ছবির কিছু অংশের শুটিং হবে কলকাতায়। বাকি অংশের শুটিং হতে পারে পুরুলিয়ায়। প্রসঙ্গত, অভিরূপের ‘মৃগয়া’য় প্রিয়াঙ্কা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর কাজ দর্শক-সমালোচক মহলে প্রশংসিত।
এমকে/এসএন