বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান ফের বড় পর্দায় ফিরছেন ‘ব্যাটল অফ গালওয়ান’ নামে একটি দেশভক্তিমূলক যুদ্ধ সিনেমা নিয়ে। ১৯৬২ সালের ভারত-চীন গালওয়ান সংঘর্ষকে ভিত্তি করে নির্মিত এই মহাকাব্যিক ছবির শুটিং শুরু হবে আগামী আগস্ট মাসে। অভিজ্ঞ পরিচালক অ্যাপূর্ব লাখিয়ার নির্দেশনায় নির্মিত এই ছবি সালমানের ‘সিকন্দর’ ছবির পর সাহসী প্রত্যাবর্তন হিসেবে ধরা হচ্ছে।
উচ্চ এনার্জির একশন দৃশ্যে খ্যাত সালমান এই ছবিতে প্রথমবারের মতো আবেগ ও ইতিহাসের সংমিশ্রণে একটি নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘ব্যাটল অফ গালওয়ান’ গালওয়ানের যোদ্ধাদের সাহস, ত্যাগ এবং দেশপ্রেমকে উদযাপন করবে। লাখিয়ার বাস্তবমুখী গল্প বলার দক্ষতা আর সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি একটি শক্তিশালী একশন, আবেগ ও জাতীয়তাবাদের মেলবন্ধন হবে বলে আশা করা হচ্ছে।
আগামী আগস্ট থেকে শুরু হওয়া শুটিংয়ের পর শিগগিরই ছবিটির বিস্তারিত তথ্য প্রকাশ পাবে এবং সালমানের এই নতুন পথে তাদের ভক্তরা নতুন রূপে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন।
এমকে/এসএন