সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের কাছে আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস পেরিয়ে ভারতীয় অংশে ঢুকে বালু তোলার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, সন্ধ্যায় ওই দুই শ্রমিক নদীর ভারতীয় অংশ থেকে বালু উত্তোলন করছিল। এ সময় বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছে।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনো জানতে পারিনি। ঘটনাস্থল সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, চেলা নদী থেকে চোরাইভাবে বালু তোলার সময় দুই শ্রমিক ভারতের সীমানায় চলে যায়। পরে বিএসএফ দুইজনকে আটক করে। আমরা পতাকা বৈঠকের আহ্বান করেছি। বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এফপি/ টিএ