চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে মঙ্গলবার আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে ও ১০ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, মধ্যরাত থেকে ভোর ৫টার মধ্যে প্রাদেশিক রাজধানী জিনানের কিছু অংশে ৩৬৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে দাওয়াংঝুয়াং এলাকার দুটি গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার ফলে ১৯টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা আরো জানিয়েছে, ‘নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও পরবর্তী কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে।’
চীনে প্রাকৃতিক দুর্যোগ খুবই সাধারণ একটি বিষয়। বিশেষ করে গ্রীষ্মকালে কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত হয় ও অন্য অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়।
বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন।
এ গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের কারণ, যা চরম আবহাওয়াকে ঘন ঘন ও তীব্র করে তুলছে বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা। তবে চীন বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি শক্তির একটি কেন্দ্র হওয়ায়, ২০৬০ সালের মধ্যে দেশটির বিশাল অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ করার লক্ষ্য রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, জুন মাসে চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশে বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে ও ৮০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। চলতি মাসে সিচুয়ান প্রদেশের একটি মহাসড়কে ভূমিধসে বেশ কয়েকটি গাড়ি পাহাড়ের ঢালে পড়ে যাওয়ায় পাঁচজন মারা গেছে।
সূত্র : আরব নিউজ
এসএন