গ্ল্যামার আর আলো ঝলমলে জীবন যাপনের মাঝেও মনে পড়ে যায় পুরোনো দিনগুলোর কথা। বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি জানালেন, ‘বান্দ্রার রাস্তায় সাইকেল চালানো খুব মিস করি।’
ফিটনেসপ্রেমী ও অ্যাকশন হিরো হিসেবে পরিচিত সালমান এক সময় নিয়মিতই মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইকেল চালাতে বের হতেন। শহরের অলিগলি ঘুরে বেড়ানো ছিল তার কাছে নিছক একটি স্বাধীনতার আনন্দ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে অভ্যাসে ছেদ পড়েছে। ব্যস্ত শিডিউল আর নিরাপত্তাজনিত কারণেই তাকে এ আনন্দ থেকে দূরে থাকতে হচ্ছে।
সালমানের এমন স্বীকারোক্তি যেন মনে করিয়ে দেয়-তারকা ইমেজের আড়ালে একজন সাধারণ মানুষও আছেন, যিনি এখনো নিজের শেকড়ের সঙ্গে মাটি ছোঁয়া সম্পর্ক ধরে রাখতে চান। ব্যান্ড্রা তার কাছে শুধু বসবাসের জায়গা নয়, বরং স্মৃতিভরা এক অনুভূতির নাম।
সালমানের এমন স্বীকারোক্তি যেন মনে করিয়ে দেয়-তারকা ইমেজের আড়ালে একজন সাধারণ মানুষও আছেন, যিনি এখনো নিজের শেকড়ের সঙ্গে মাটি ছোঁয়া সম্পর্ক ধরে রাখতে চান। ব্যান্ড্রা তার কাছে শুধু বসবাসের জায়গা নয়, বরং স্মৃতিভরা এক অনুভূতির নাম।