ঘরে পিতা-পুত্র সম্পর্ক হলেও মাঠে প্রতিপক্ষ। তাই খেলার মাঠে প্রতিপক্ষকে সম্মান দেখানোর কোনো প্রশ্নেই ওঠে না। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের এক ম্যাচে তাই করেছেন হাসান ইসাখিল।
বাবা মোহাম্মদ নবীকে যে কোনো ছাড়ই দিলেন না ইসাখিল।
উল্টো ছক্কা মেরে বাবাকে বোলিংয়ে স্বাগত জানান তিনি। সেটিও বাবার মুখোমুখি হওয়া প্রথম বলে। ইনিংসের নবম ওভারে বোলিং করতে আসলে প্রথম বলেই মিড অন দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান ১৮ বছর বয়সী ব্যাটার। সব মিলিয়ে ওই ওভারে ১২ রান দেন ৪০ বছর বয়সী নবী।
পরে আর বোলিংয়ে আসেননি আফগানিস্তানের অভিজ্ঞ অফস্পিনার।
ইসাখিল ছক্কা হাঁকাতেই ধারাভাষ্যকক্ষ থেকে এক ধারাভাষ্যকার বলতে থাকেন, ‘এটা কেমন আচরণ! এই ছেলে, বোলার তোমার বাবা। প্রথম বল আর তুমি ছক্কা মেরে দিলে।’
এর পরেই বাস্তবতা বোঝাতে গিয়ে সেই ধারাভাষ্যকার বলেছেন, ‘এটাই ক্রিকেট।
মাঠের বাইরে আপনি আমার বাবা হতে পারেন। তখন আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিন্তু আপনি যদি আমাকে এমন সুযোগ দেন তাহলে সদ্ব্যবহারই করব।’
ছক্কা মারলেও বাবার দলের কাছেই হারতে হয়েছে ইসাখিলকে। আজ কাবুলে শাপেইজা ক্রিকেট লিগে আমো অঞ্চলের বিপক্ষে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে এমআইএস আইনক অঞ্চল।
প্রথমে ব্যাটিং করে ইসাখিলের ফিফটিতে ১৬২ রানের সংগ্রহ পায় আমো অঞ্চল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটের জয় পায় নবীর দল। ব্যাট হাতে অপরাজিত থাকেন নবী।।
এফপি/ টিএ