দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে শরীরে দুধ ঢেলে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। সাজ্জাদুল একই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।
সাজ্জাদুল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।
কিন্তু বর্তমানে দলটির জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে আঘাত করেছে। দলের কারণে আমি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, যা আমার আগামীর জন্য মোটেও শুভ হবে না বলে মনে করি। আমি বিশ্বাস করি, সর্বাগ্রে মানুষের জীবন, আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পারিবারিক দায়িত্বই প্রধান কাজ।
তাই আমি সজ্ঞানে স্বেচ্ছায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি।
আজ থেকে সংগঠনের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।'
তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন সময়ে দলের কোন সুযোগ-সুবিধা পাইনি এবং প্রভাব কাটিয়ে কারো কোনো ক্ষতি করিনি। কিন্তু সরকার পতনের পর আমার বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। আমাকে মারার চেষ্টা করা হয়েছিল।
এরপর ঘটনায় জড়িত না থেকেও নাশকতার মামলায় জেল খেটেছি। জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। এ সব কারণে আজ দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলাম। খুব শিগগিরি লিখিত পদত্যাগপত্র জমা দেব।’
সাজ্জাদুলের নেওয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
তার ফুফু সোনিয়া বেগম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমার ভাতিজা পদত্যাগ করেছে, বলেছে আর রাজনীতি করবে না। দল করতে গিয়ে আমরা সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। গত বছর ৫ আগস্টের পর সাজ্জাদুল জেল খেটেছে। ওই সময় তার বাবাও মারা গেছে।’
পথচারী আরাফাত মোল্যা বলেন, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি ওনি দুধ দিয়ে গোসল করছেন। পরে জানতে পারলাম এ ভাবে উনি ছাত্রলীগ থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
এফপি/ টিএ