পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে দল। এই সিরিজ জয় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধপ্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে অধিনায়ক বলেন, সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে এই সিরিজ জয় তাদের উৎসর্গ করতে চাই।
পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে লিটন দাস বলেন, দল হিসেবে আমরা ভালো খেলেছি। পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটিং দেখা দারুণ উপভোগ্য ছিল।
এটা ১৩০-১৪০ রানের উইকেটই মনে হচ্ছিল। বিশ্বাস ছিল, আমরা এই রান আটকাতে পারব।
উল্লেখ্য, উত্তরার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
পিএ/টিএ