বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা আমির খান সম্প্রতি নিজের একটি বড় কথা প্রকাশ করেছেন, যা সিনেমাপ্রেমীদের কাছে ছিল সম্পূর্ণ অবাক করার মতো। তাঁর সর্বশেষ আবেগঘন ছবি ‘সিতারে জমিন পর’-এ মূল চরিত্রের জন্য আসলে প্রথমে কাউকে ভিন্ন ভাবা হয়েছিল। সেই ব্যক্তি ছিলেন ফারহান আখতার।
এক সাক্ষাৎকারে আমির জানালেন, ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার পর তিনি নিজে অভিনয় থেকে একটু বিরতি নিয়েছিলেন। তখন এই ছবির জন্য ফারহানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু একদিন স্ক্রিপ্ট রিডিং সেশনে আমির গল্পটি এতটাই হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী মনে করেছিলেন, যে শেষ পর্যন্ত নিজেই প্রধান চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের ২০ জুন মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ ছবিটি ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের হৃদয় জয় করেছে। আমির খান প্রোডাকশন্সের ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই ছবির গল্প ও অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে, বিশেষ করে নতুন মুখদের দক্ষ পারফরম্যান্সে।
ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অনন্য বাস্কেটবল দলের গল্প, যেখানে দলটির প্রত্যেক সদস্যই রয়েছে নিজস্ব স্বাতন্ত্র্য ও সীমাবদ্ধতা। এই সংবেদনশীল এবং হাস্যরসাত্মক উপস্থাপন দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে। এই নতুন খবরটি এই ছবির প্রতি দর্শকদের আগ্রহকে আরও বৃদ্ধি করেছে।
পিএ/টিএ