দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার সুরিয়া আজ তার জন্মদিনে ভক্তদের উপহার দিলেন বহুল প্রতীক্ষিত ‘কারুপ্পু’ ছবির টিজার। একই সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় প্রকাশিত এই টিজার ইতোমধ্যেই ঝড় তুলেছে ইউটিউবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরিচালক আর জে বলাজি নির্মিত ‘কারুপ্পু’ ছবিতে সুরিয়াকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, একদিকে এক নির্ভীক আইনজীবী, অপরদিকে মাটির কাছাকাছি একজন গ্রামবাসী। টিজারজুড়ে রয়েছে আগুনঝরা সংলাপ, আবেগঘন মুহূর্ত ও উচ্চমানের অ্যাকশন দৃশ্য, যা দর্শকদের রোমাঞ্চিত করেছে।
সাই অভ্যংকারের সঙ্গীত পরিচালনায় তৈরি পটভূমির সুর ছবি সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে ক্যামেরার কাজ, সেট ডিজাইন ও সুরিয়ার অনবদ্য উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে এক ‘ম্যাসি’ অভিজ্ঞতা। সামাজিক ও সাংস্কৃতিক আবহে গড়ে ওঠা এই গল্পে জাতিগত রোষ ও ন্যায়বিচারের লড়াই মিলেমিশে এক ভিন্নধর্মী সিনেমা উপহার দিচ্ছে বলেই মনে করছেন সমালোচকরা।
ড্রিম ওয়ারিয়র পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটিতে সুরিয়ার বিপরীতে দেখা যাবে তৃষা কৃষ্ণানকে। দীর্ঘ প্রায় দুই দশক পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি। তৃষার চরিত্রটিও গুরুত্বপূর্ণ, যেটি টিজারে আভাস পাওয়া গেছে। এছাড়া ছবিতে আছেন ইন্দ্রন্স, নট্টি, স্বাসিকা ও সিভাদা, যারা প্রত্যেকেই শক্তিশালী পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
টিজার প্রকাশের পর থেকেই ‘কারুপ্পু’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকে ছবিটিকে সুরিয়ার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হিসেবে বিবেচনা করছেন। তামিল ও তেলুগু দুই ভাষাতেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। আগামী উৎসব মৌসুমে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘কারুপ্পু’, আর সেটাই হতে যাচ্ছে এক আবেগঘন ও 'মাস'ভরা প্রেক্ষাপটের উৎসব।
এমআর/এসএন