গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতদের সংখ্যার সঠিক তথ্য দিচ্ছে না সরকার, এমন অভিযোগে সরগরম নেটদুনিয়া। এরইমধ্যে লাশের সংখ্যা নিয়ে তৈরি হওয়া জটিলতা আরও দীর্ঘ করলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা পূর্ণিমা দাস। দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেছেন লাশের সংখ্যা গোপন করার তথ্যটি ভুল।
মাইলস্টোন স্কুলের শিক্ষিকার পোস্টটি নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা। ওই পোস্টটি নিজের ফেসবুকে ভাগ করে নেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মুহূর্তে তা সমালোচনার জন্ম দেয়। হা-হা রিয়্যাক্ট আর নেটিজেনদের কড়া সমালোচনার আসতে থাকে মন্তব্য ঘরে। নেটাগরিকদের তোপের মুখে পোস্টটি করার এক ঘণ্টা পর অভিনেত্রীর টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি।
বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।’ লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন সেই শিক্ষিকা। সেই পোস্ট শেয়ার করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাসের পোস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে মন্তব্যের জেরে সামাজিকমাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
এসএন