জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের সফি মিয়ার বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিনা পারভীন সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম খোকার মেয়ে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/টিএ