পাকিস্তানের বিপক্ষে চলমান ঘরের মাঠের সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান-শেখ মেহেদিদের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। বিশেষ করে মুস্তাফিজ বড় লাফ দিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই বেশ মিতব্যয়ী বোলিং করেছেন মুস্তাফিজ। পাশাপাশি দুই ম্যাচ মিলিয়ে পেয়েছেন তিন উইকেট। তাতে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন ফিজ।
উন্নতি করেছেন শেখ মেহেদীও। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার। এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে এসেছেন তাসকিন আহমেদ, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তানজিম সাকিব। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের একাদশে থাকা বেশিরভাগ বোলাররা উন্নতি করলেও অবনতি হয়েছে রিশাদ হোসেনের। এই লেগি অবশ্য দুই ম্যাচেই বেশ খরুচে ছিলেন। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন তিনি।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। তিনি ৩৭ নম্বরে উঠে এসেছেন। আরেক ব্যাটার তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। এক ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
এফপি/টিএ