ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের মাঝেও অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ আপাতত বর্তমান ক্লাবেই থাকছেন। চলমান গ্রীষ্মকালীন ট্রান্সফার গুঞ্জনের মধ্যে ভিলার পক্ষ থেকে জানানো হয়েছে, মার্তিনেজকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।
ভিলা স্পষ্ট করে দিয়েছে, তারা ২০২২ সালের বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের জন্য প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড চায় এবং সেই মূল্য থেকে তারা সরে আসবে না। ফলে ইউনাইটেড যদি তাদের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ছাড়ার সিদ্ধান্ত না নেয়, অথবা ভিলার মূল্য কিছুটা না কমে, তবে মার্তিনেজকে নিয়ে সম্ভাব্য চুক্তি এখনই এগোচ্ছে না।
এমি মার্তিনেজ তাই দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং সেখানে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট, এমএলএসের সেন্ট লুইস ও ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তার। এরপর ইউরোপে ফিরে ভিলা খেলবে রোমা, মার্সেই ও ভিয়ারিয়ালের বিপক্ষে।
এদিকে, প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে ভিলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। কোচ উনাই এমেরি এবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
আগস্টের ১৬ তারিখে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করবে ভিলা।
তবে আগস্টের শেষ দিকে ভিলার আরেকটি ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিস্টাল প্যালেস তাদের ইউরোপা লিগ থেকে কনফারেন্স লিগে অবনমনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করেছে। এই আপিল খারিজ হলে এবং প্যালেস কনফারেন্স লিগের প্লে-অফে অংশ নেয়, তবে ২৯ আগস্ট নির্ধারিত ভিলার বিপক্ষে ম্যাচটি পেছানো হতে পারে।
সব মিলিয়ে, ট্রান্সফার গুঞ্জনের ঝড়ের মাঝেও মার্তিনেজের মাঠের প্রস্তুতি থেমে থাকছে না। নতুন মৌসুমের জন্য ভিলার জার্সিতেই আপাতত মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টাইন তারকা।
এফপি/টিএ