গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে গোপনে পারমাণবিক স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথিতে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বৈরুতভিত্তিক লেবানিজ প্যান-আরবিস্ট সংবাদম্যাধ্যম আল মায়াদিন টিভি। 

নিউকওয়াচ ইউকের উদ্ধৃতি দিয়ে ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করেছে। মার্কিন বিমানবাহিনীর একটি ফ্লাইটে এসব স্থানান্তর করা হয়েছে।

আল মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুলাই মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে ২০টি অত্যাধুনিক বি৬১-১২ পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এসব বোমার প্রতিটির ধ্বংসক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও তিনগুণ বেশি।

পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউকওয়াচ ইউকে। তারা জানিয়েছে, বিমানটি ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস-ম্যাকচোর্ড বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমানঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়, কির্টল্যান্ডে বিমানটি একটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সেসময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিমানচালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানান। বিমানটি রাতের বেলায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। যাত্রাপথে এটি দুটি কেসি-৪৬ ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে। আরেকটি সি-১৭ বিমান একই সময়ে ছেড়ে যায় সম্ভাব্য বিকল্প হিসেবে এবং জার্মানির রামস্টেইন ঘাঁটি হয়ে লেকেনহিথে পৌঁছায়। বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়ে, লেকেনহিথে অবতরণের পর বিমানটিকে ‘ভিক্টর র‍্যাম্প’ নামক বিপজ্জনক সামগ্রী হ্যান্ডলিং জোনে রাখা হয়।

চারপাশে মার্কিন সামরিক বাহিনীর কড়া পাহারা, গোপন এজেন্টদের টহল এবং ফায়ার টিম মোতায়েন করা হয়। এরপর বিশেষায়িত মেশিনের সাহায্যে পারমাণবিক অস্ত্রগুলো একটি সুরক্ষিত বিমা‌নঘাঁটির শেল্টারে সরিয়ে নেওয়া হয়।

ডিক্লাসিফায়েড ইউকের প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর উপর একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এগুলো যুক্তরাজ্যের সম্মতি ছাড়াই ব্যবহৃত হতে পারে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার Jul 26, 2025
img
জামায়াতের প্রার্থী তালিকায় তরুণদের দাপট Jul 26, 2025
img
সরকার বিতর্কিত হলে সংস্কার-নির্বাচন নিয়ে সংশয় বাড়বে: মঞ্জু Jul 26, 2025
img
রুটের ব্যাটে ঝ-ড়, টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারবেন কি? Jul 26, 2025
img
দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস Jul 26, 2025
img
আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ চেয়ে কুয়ালালামপুরে বিরোধী জোটের বিক্ষোভ Jul 26, 2025
img
'ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের দোকান দিবো' বললেন মনিরা মিঠু Jul 26, 2025
img
‘বারসাত’ সিনেমা নিয়ে সুনীলের মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে Jul 26, 2025
img
‘ওয়ার ২’ দিয়ে গোয়েন্দা চরিত্রে আলিয়া ভাট! Jul 26, 2025
img
শুটিং সেটে অক্ষয়ের কাণ্ডকারখানায় হেসেই শেষ নিমৃত Jul 26, 2025
img
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ট্যুরিজম ব্যবসায় ধস Jul 26, 2025
img
কোন শর্তে দেবের সঙ্গে কাজ করতে রাজি অভিনেত্রী শুভশ্রী? Jul 26, 2025
img
এবার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এর মঞ্চে অভিনেত্রী মনামী! Jul 26, 2025
img
কাঠমাণ্ডুর দুর্ঘটনায় ইউএস-বাংলার বিরুদ্ধে নজিরবিহীন রায় দিল নেপালের আদালত Jul 26, 2025
img
অশালীনতার বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কঙ্গনা Jul 26, 2025
img
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 26, 2025
img
আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’, ফের থ্রিলার সিনেমায় ঋতুপর্ণা! Jul 26, 2025
img
বিমান দুর্ঘটনা : না ফেরার দেশে অফিস সহকারী মাসুমা Jul 26, 2025
img
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে নিহত বেড়ে ৩২, Jul 26, 2025
img
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি Jul 26, 2025