গত ১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ১২৭ গুণ বেড়ে ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গতকাল দেশটির সংসদে এ তথ্য জানানো হয়েছে।
লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ‘১২৭ গুণ বৃদ্ধি’ পেয়েছে, যা ২০১৪-১৫ সালে ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা ছিল। ২০২৪-২৫ সালে এটি ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালে দেশে মোট মোবাইল ফোনের চাহিদার ৭৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়েছিল, ২০২৪-২৫ সালে তা ০.০২ শতাংশে নেমে এসেছে।
ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : এনডিটিভি।