রাজস্ব আদায় বৃদ্ধিতে মাঠপর্যায়ে নজরদারির নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের জুলাই ২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সব সদস্য, কমিশনার, মহাপরিচালকসহ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি ও সরাসরি অংশগ্রহণ করেন।
আলোচনায় ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব আহরণের চিত্র তুলে ধরা হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, শুরুতে অর্থবছরের প্রথম চার মাসে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক না থাকা এবং শেষের দুই মাসে রাজস্ব কার্যক্রম বাধাগ্রস্ত হলেও যেসব অফিস পূর্ববর্তী বছরের তুলনায় বেশি রাজস্ব সংগ্রহ করেছে, তাদের ধন্যবাদ। অন্যদিকে যেসব কমিশনারেটে রাজস্ব আয় নেগেটিভ প্রবৃদ্ধি দেখিয়েছে, তাদের ভবিষ্যতে উন্নতির দিকে নজর দিতে হবে।
সভা সূত্রে জানা যায়, সভায় ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস, বন্ড, নিরীক্ষা, গোয়েন্দা, শুল্ক মূল্যায়ন, রিস্ক ম্যানেজমেন্ট ও ডিউটি ড্রব্যাক কমিশনারেটগুলো বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সুস্পষ্ট নির্দেশনা দেন চেয়ারম্যান।
অন্যদিকে বন্ড লাইসেন্সের বিলম্বিত নিষ্পত্তি ও নিরীক্ষা সংক্রান্ত তথ্য, এবং কাস্টমস ও গোয়েন্দা বিভাগ কর্তৃক যেসব আমদানিকারকের BIN লক করা হয়েছে, তাদের তথ্য ও রাজস্ব আদায়ের হিসাবও এনবিআরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এনবিআর চেয়ারম্যান একদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করে Post Clearance Audit (PCA) পরিচালনার তাগিদ দেন এবং সংশ্লিষ্ট প্রতিবেদন নিয়মিত পাঠাতে বলেন। কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটকে কার্যকর করতে দক্ষ জনবল পদায়নের নির্দেশনাও দেওয়া হয়।