ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

চলতি বছরের মে-জুনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন শাহিবজাদা ফারহান। শেষ ম্যাচে অবশ্য আউট হয়েছিলেন ১ রানে। পিএসএল ও জাতীয় দল মিলে নিজের খেলা সবশেষ ৫ ইনিংসে তিন হাফ সেঞ্চুরি করলেও বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে সুযোগ মেলেনি ডানহাতি ওপেনারের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সুযোগ পেয়ে খেলেছেন ৬৩ রানের ইনিংস।

পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোর সঙ্গে ওমন ইনিংসে হয়েছেন ম্যাচসেরাও। শাহিবজাদা এক ম্যাচ সুযোগ পেলেও পুরো সফরেই ব্রাত্য ছিলেন সুফিয়ান মুকিম। পাকিস্তানের হয়ে ১০ টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নেয়া বাঁহাতি রিস্ট স্পিনারকে খেলায়নি মিরপুরের ধীরগতির উইকেটেও। যদিও সেই জায়গায় বাঁহাতি স্পিনার একাদশে ছিলেন খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ।

মূলত অলরাউন্ডার বিবেচনায় সুফিয়ানের আগে তাদের দুজনকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি স্পিনারকে না খেলানোয় চটেছেন বাসিত আলী। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মাইক হেসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহারের অভিযোগ তুলেছেন। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট, ৫০ ওয়ানডে খেলা ডানহাতি ব্যাটার মনে করেন, নিজের নেটে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং দেখে নিজের পছন্দের ভিত্তিতে দল বানান হেসন।

নিজের ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে বাসিত বলেন, ‘আমার মনে হয় কোচ নেটের পারফরম্যান্স দেখে বেশি খুশি হয়। যারা নেটে বোলিং কিংবা ব্যাটিং করে তারাই বেশি গুরুত্ব পায়। গুরুত্ব যেকোনো দিনই বদলে যাবে। এই ধরনের মানসিকতা নিয়ে সফল হওয়া যায় না। কেন সফল হওয়া যাবে না সেটার কারণ হচ্ছে...যখন (ব্রেন্ডন) ম্যাককালাম অধিনায়ক ছিল, তখনই সে (মাইক হেসন) কোচ ছিল। ম্যাককালামের সঙ্গে আমার একবার কথা হয়েছিল। সেটা থেকে যা জেনেছি তাতে বুঝতে পেরেছি সে খুব বেশিদিন চলবে না।’

‘এখন তার (মাইক হেসন) হাতে ক্ষমতা আছে। সে ক্ষমতার অপব্যবহার করছে। সে তাঁর নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানাচ্ছে। কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানায় তাহলে সেটাকে আমি পাকিস্তান দল বলব না। কারণ পাকিস্তান আমার হৃদয়ে থাকে। আমি পাকিস্তানি ছিলাম, আছি এবং থাকব।’

প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ খোয়ায় পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শাহিবজাদা, নাওয়াজ ও হাসান নাওয়াজের ব্যাটিংয়ের পর ফাহিম আশরাফ, সালমান মির্জাদের বোলিংয়ে বাংলাদেশকে ১০৪ রানে গুটিয়ে দিয়ে ৭৪ রানে জিতেছে তারা। যদিও এই জয়ে খুব বেশি পার্থক্য দেখছেন না বাসিত। তিনি মনে করেন, প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে গেছে।

বাসিত বলেন, ‘পাকিস্তান এই ম্যাচ জিতলেও আমার কাছে কিছু যায় আসে না। কারণ দুই ম্যাচে যেভাবে হেরেছে ওইখানেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে হয়ে গেছে। মনে হয়েছে এই হার বাংলাদেশের গায়েই লাগেনি। তাদের শরীরি ভাষা এমন ছিল যে ঠিক আছে তারা আমাদের ভাই, প্রতিবেশি তাদের একটা ম্যাচ জিততে দাও।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস Jul 26, 2025
img
আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ চেয়ে কুয়ালালামপুরে বিরোধী জোটের বিক্ষোভ Jul 26, 2025
img
'ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের দোকান দিবো' বললেন মনিরা মিঠু Jul 26, 2025
img
‘বারসাত’ সিনেমা নিয়ে সুনীলের মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে Jul 26, 2025
img
‘ওয়ার ২’ দিয়ে গোয়েন্দা চরিত্রে আলিয়া ভাট! Jul 26, 2025
img
শুটিং সেটে অক্ষয়ের কাণ্ডকারখানায় হেসেই শেষ নিমৃত Jul 26, 2025
img
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ট্যুরিজম ব্যবসায় ধস Jul 26, 2025
img
কোন শর্তে দেবের সঙ্গে কাজ করতে রাজি অভিনেত্রী শুভশ্রী? Jul 26, 2025
img
এবার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এর মঞ্চে অভিনেত্রী মনামী! Jul 26, 2025
img
কাঠমাণ্ডুর দুর্ঘটনায় ইউএস-বাংলার বিরুদ্ধে নজিরবিহীন রায় দিল নেপালের আদালত Jul 26, 2025
img
অশালীনতার বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কঙ্গনা Jul 26, 2025
img
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 26, 2025
img
আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’, ফের থ্রিলার সিনেমায় ঋতুপর্ণা! Jul 26, 2025
img
বিমান দুর্ঘটনা : না ফেরার দেশে অফিস সহকারী মাসুমা Jul 26, 2025
img
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে নিহত বেড়ে ৩২, Jul 26, 2025
img
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি Jul 26, 2025
img
বালাকৃষ্ণ ফিরছেন ‘অখণ্ড ২’-এ, জঙ্গলে চলছে দুর্দান্ত অ্যাকশন Jul 26, 2025
img
গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ হওয়া উচিত: কিয়ার স্টারমার Jul 26, 2025
img
ট্যাক্সিচালক হিসেবেই বাকি জীবন কাটাতে চান ‘পুষ্পা টু’র ফাহাদ ফাসিল Jul 26, 2025
img
গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার Jul 26, 2025