প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের

বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে গালিতে বেন ডাকেটের হাতে ক্যাচ দিলেন শার্দুল ঠাকুর। ডানহাতি ব্যাটার আউট হওয়ায় ব্যাটিংয়ে আসবেন কে? জসপ্রিত বুমরাহ, আনশুল কাম্বোজ নাকি মোহাম্মদ সিরাজ-স্বাভাবিকভাবেই এমনটা ভাবছিলেন সবাই। তবে সবাইকে অবাক করে, বিস্ময় জাগিয়ে ব্যাটিংয়ে এলেন ঋষভ পান্ত। শার্দুল তখনো ড্রেসিং রুমে ফেরেননি।

হাঁটতে হাঁটতে অবশ্য ড্রেসিং রুমের দিকেই যাচ্ছিলেন। এমন সময় ব্রডকাস্টারদের ক্যামেরার লেন্স তাক করে ধরলেন ভারতের ড্রেসিং রুমের দিকে। বাঁ হাতে গ্লাভস ও ব্যাট নিয়ে ম্যানচেস্টারে সিড়ি বেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন পান্ত। বাঁহাতি উইকেটকিপারের যখন সিড়ি বেয়ে নামছেন তখন ধারাভাষ্যকারদের কণ্ঠেও উচ্ছ্বাস, বিস্ময় ছুঁয়ে গেছে। ম্যানচেস্টারের সমর্থকরা দাঁড়িয়ে করতালিতে স্বাগত জানালেন সাহসী পান্তকে।

ইংল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়ার পরও ভারতীয় ব্যাটারের এমন সাহসে মুগ্ধ নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানান, প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে তাকে নিয়ে নাসের বলেন, ‘সে অনেক সাহসের পরিচয় দিয়েছে। সে অনেক বড় একটা ঝুঁকি নিয়েছে। তাঁর প্রতিভা আছে কিন্তু একটা বড় হৃদয়ও আছে।’

পান্তের চোটের ঘটনাটি ঘটে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে। ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওকসের ফুলার লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পান্ত। তবে ব্যাটে বলে করতে পারেননি তিনি। বল পায়ে লাগতেই লেগ বিফোর উইকেটের আবেদন করেন ওকস এবং ইংল্যান্ডের ফিল্ডাররা। তবে তাদের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। পান্তকে ফেরাতে তাৎক্ষণিকভাবে রিভিউ নেয় ইংল্যান্ড।

রিভিউ নিলেও পান্তকে আউট করতে পারেনি স্বাগতিকরা। আউট না হলেও পায়ে বল লাগায় তখনই মাটিতে পড়ে যান বাঁহাতি এই ব্যাটার। পা থেকে জুতা খোলার পর দেখা যায় রক্ত বের হচ্ছে। এমন অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। পায়ে ভর দিয়ে মাটিতে দাঁড়িয়ে থাকতে না পারায় গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হয় পান্তকে। মাঠের বাইরে নিয়ে যাওয়ার পরই স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতীয় তারকা ব্যাটারকে।

সিটি স্ক্যান শেষে জানা যায়, পান্তের গোড়ালি ও পায়ের আঙুলের মধ্যে অবস্থিত হাড়ে চিড় ধরা পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁহাতি ব্যাটারকে ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। হোটেলের বাইরে মুনবুট পড়তে দেখা গেলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে ফেরেন তিনি। ৪৮ বলে ৩৭ রান মাঠ ছাড়া পান্ত ব্যাটিংয়ে নেমে আরও ১৭ রান যোগ করেন।

আর্চারের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে বীরেন্দর শেবাগের পাশে নাম লেখান তিনি। টেস্টে ভারতের হয়ে সমান ৯০টি করে ছক্কা মেরেছেন শেবাগ ও পান্ত। একটু পরই অবশ্য আর্চারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৫৪ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার। শার্দুল মনে করেন, এমন ইতিবাচক মানসিকতাই পান্তকে যেকোনো ব্যথা কিংবা কষ্ট থেকে দূরে রাখে।

ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘পান্তের ইতিবাচক মনোভাব আর মানসিক দৃঢ়তাই তাকে যেকোনো ব্যথা কিংবা কষ্ট থেকে দূরে রাখে বলে আমি বিশ্বাস করি। ওর ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। যদি সে সত্যিই ব্যথা অনুভব করে, তাহলে বুঝতে হবে চোটটা সত্যিই গুরুতর, কারণ, এত সহজে তো ওর কিছু অনুভব হওয়ার কথা নয়।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
সরকার বিতর্কিত হলে সংস্কার-নির্বাচন নিয়ে সংশয় বাড়বে: মঞ্জু Jul 26, 2025
img
রুটের ব্যাটে ঝ-ড়, টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারবেন কি? Jul 26, 2025
img
দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস Jul 26, 2025
img
আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ চেয়ে কুয়ালালামপুরে বিরোধী জোটের বিক্ষোভ Jul 26, 2025
img
'ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের দোকান দিবো' বললেন মনিরা মিঠু Jul 26, 2025
img
‘বারসাত’ সিনেমা নিয়ে সুনীলের মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে Jul 26, 2025
img
‘ওয়ার ২’ দিয়ে গোয়েন্দা চরিত্রে আলিয়া ভাট! Jul 26, 2025
img
শুটিং সেটে অক্ষয়ের কাণ্ডকারখানায় হেসেই শেষ নিমৃত Jul 26, 2025
img
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ট্যুরিজম ব্যবসায় ধস Jul 26, 2025
img
কোন শর্তে দেবের সঙ্গে কাজ করতে রাজি অভিনেত্রী শুভশ্রী? Jul 26, 2025
img
এবার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এর মঞ্চে অভিনেত্রী মনামী! Jul 26, 2025
img
কাঠমাণ্ডুর দুর্ঘটনায় ইউএস-বাংলার বিরুদ্ধে নজিরবিহীন রায় দিল নেপালের আদালত Jul 26, 2025
img
অশালীনতার বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কঙ্গনা Jul 26, 2025
img
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 26, 2025
img
আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’, ফের থ্রিলার সিনেমায় ঋতুপর্ণা! Jul 26, 2025
img
বিমান দুর্ঘটনা : না ফেরার দেশে অফিস সহকারী মাসুমা Jul 26, 2025
img
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে নিহত বেড়ে ৩২, Jul 26, 2025
img
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি Jul 26, 2025
img
বালাকৃষ্ণ ফিরছেন ‘অখণ্ড ২’-এ, জঙ্গলে চলছে দুর্দান্ত অ্যাকশন Jul 26, 2025
img
গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ হওয়া উচিত: কিয়ার স্টারমার Jul 26, 2025