শাহিন শাহ আফ্রিদি ফিরলেও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে খেলা সিরিজ থেকে স্কোয়াডে তিন পরিবর্তন এনেছে পিসিবি। তাতে সালমান আলি আগার নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে ফিরেছেন তিনি অভিজ্ঞ পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি। বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া দুই পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়ালের সঙ্গে আব্বাস আফ্রিদি।
সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন বাবর ও রিজওয়ান। এরপর থেকেই তাদের বাদ দিয়ে একের পর এক সিরিজ খেলছে পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করণে না থাকলেও ওয়ানডেতে আছেন দুজনই।
রিজওয়ানের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ব্যাটার হাসান নওয়াজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সমান ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান। আগামী ৩১ জুলাই দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ দিয়ে দুই দল দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে। বাকি দুই ম্যাচ ২ ও ৩ আগস্ট।
টি-টোয়েন্টির সব ম্যাচ যুক্তরাষ্ট্রের লডারহিলে। অন্যদিকে ৮ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে। বাকি দুটি ১০ ও ১২ আগস্ট। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি দল-
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
ওয়ানডে দল-
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।