পাকিস্তানকে ধবলধোলাইয়ের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গতকাল ৭৪ রানে হেরে যাওয়ায় তা আর হয়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে সান্ত্বনার জয় পায় পাকিস্তান।
নিজ দল জয় পাওয়ায় খুশি হওয়ার কথা পাকিস্তানের সাবেক ক্রিকেটারের। কিন্তু কামরান আকমলের কথায় সেই আভাস পাওয়া যায়নি। তার মনে হয়েছে, পাকিস্তানকে ম্যাচ জয়ের সুযোগ দিয়েছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা।
নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন কামরান। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে পেরেছে পাকিস্তান। যদিও আমার মনে হয়েছে বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে। আপনারাও একটা ম্যাচ জেতেন! আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রানে অলআউট করেছে, ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছে। মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে।’
তার ব্যাখ্যাও দিয়েছেন কামরান। সাবেক ওপেনার বলেছেন, ‘ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছি। সিরিজ জিতেছি। এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দিই। আগের দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে। বাংলাদেশ আমাদের চোখে আয়না ধরেছে। যেহেতু তাসকিনকে বিশ্রাম দিয়ে খেলিয়েছে আমাদের বিপক্ষে। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডের দলের বিপক্ষে নয়। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে খেলিয়েছে। কোন পর্যায়ে আমাদের বিবেচনা করেছে। লজ্জার কথা।’
গতকাল ৫ পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে মিরপুরে পাকিস্তানের ১৭৮ রানের বিপরীতে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তৃতীয়টিতে হারলেও ২-১ ব্যবধানে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
ইউটি/টিএ