বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের বাড়িতে গিয়ে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা ও শোক বার্তা পৌছে দিয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) দলটির নেতারা নিহতদের বাসায় যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল ৪ টায় ঢাকার সেনানিবাসে অবস্থিত শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে তিনি বেশ কিছু সময় কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন শহীদ তৌকির ইসলামের শ্বশুর-শাশুড়ি, স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
আর মির্জা ফখরুলের ইসলামের সঙ্গে ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান ও বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যান, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত, বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকাদের বাসায়। বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যান তুরাগ থানার নয়ানগর রফিক মোল্লা বাড়ি জামে মসজিদ এলাকায় অবস্থিত সারিয়া আকতারের বাসায়।
বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন যান উত্তরার দিয়াবাড়ি গোল চত্বর এলাকার অবস্থিত সাদ আলাউদ্দিনদের বাসায়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যান তুরাগ এলাকার নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফিরদের বাসায়।
তার কাছে দুই ভাই-বোনের বাবা আশরাফুল আলম অনুরোধ করে বলেন, দুই বছর পর যাতে এই কবরের মধ্যে অন্য কাউকে দাফন না করা হয়। তখন তিনি রিজভী আহমেদ তাদের সান্ত্বনা দিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির প্রমুখ।
বিএনপি যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেল সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি যান শিক্ষিকা মাসুকা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে তারা এই শিক্ষিকার কবর জিয়ারত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন যান, উত্তরার কামারপাড়ার রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় অবস্থিত নাজিয়া নাফিদের বাসায়।
জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের অন্যান্য নেত্রীরা যান নীলফামারী জেলায়। সেখানে তারা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী কবর জিয়ারত করেন। যিনি নিজের জীবন উৎসর্গ করে ২০ জন শিশুর প্রাণ রক্ষা করেন।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যান রাজধানীর তুরাগের নয়ানগরে অবস্থিত শহীদ সারিয়া আক্তারদের বাসায়। আমিনুল হকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ অন্যান্য নেতা-কর্মীরা।