গাজার চলমান সংকটের প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন, বিশেষত দেশের অভ্যন্তরীণ মন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তরফ থেকে, যাতে তিনি ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে, ফ্রান্স আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
সেই সঙ্গে তিনি যুক্তরাজ্যকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্টারমার বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি একটি “অধিকার”, তবে তিনি এখনও সময়ের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি। তার এই অনিশ্চয়তা সরকারের ভেতরে অসন্তোষ সৃষ্টি করেছে।
স্টারমারের নিজ দল ও মন্ত্রিসভার একাধিক সদস্য মনে করছেন, আরও দেরি না করে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের ভাষায়, “এই মুহূর্তে সাহসী ও নৈতিক নেতৃত্ব জরুরি।”
ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে এই চাপ এবং আন্তর্জাতিক সহানুভূতির ঢেউ আগামী সপ্তাহগুলোতে স্টারমার সরকারের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
ইউটি/টিএ