ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপির পৃষ্ঠপোষকতা করছে। তাই আমরা সরকারকে বারবার সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য আরেকটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন হতে পারে। আমরা মনে করি সরকার সকল দলের প্রতি সমান আচরণ করবে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি আরো বলেন, আমরা বিভিন্নভাবে শুনেছি কোন কোন জেলায় বৃক্ষ মেলা বন্ধ করে, পরীক্ষা স্কুল ক্লাস বন্ধ করে তাদেরকে সমাবেশে নিয়ে আসা হচ্ছে। এটি নতুন বাংলাদেশের চিত্র নয়। এগুলো আমরা পুরনো আমলে দেখেছি। ভিপি নূর আরো বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু, আমরা চাই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগকে যারা বিগত সময়ে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ ১৪ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাই আমরা।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, গত ৫০ বছরের পুরোনো রাজনীতি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই রাজনীতি বাংলাদেশকে সংঘাত-সহিংসতার অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করেছিল। সেই রাজনীতির কবর রচনা করতে হবে।
ইউটি/টিএ