ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরানো ও গাজায় হামাসের শাসনের অবসানের জন্য ‘বিকল্প ব্যবস্থার’ বিবেচনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কাতারে যুদ্ধবিরতি আলোচনা থেকে প্রতিনিধিদের প্রত্যাহারের পর শুক্রবার এক্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন।
নেতানিয়াহু বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ঠিকই বলেছেন, জিম্মিদের মুক্তির জন্য চুক্তির পথে হামাসই বাধা।’
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে একত্রে জিম্মিদের দেশে ফিরিয়ে আনা ও হামাসের সন্ত্রাসী শাসনের অবসান এবং ইসরায়েল ও আমাদের অঞ্চলের জন্য স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য বিকল্প ব্যবস্থার জন্য বিবেচনা করছি।’
সর্বশেষ প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলগুলোকে প্রত্যাহার করেছে।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ‘হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতিতে পৌঁছনোর ইচ্ছার অভাব প্রকাশ করেছে।’
এদিকে, গতকাল একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, আলোচনা থেকে প্রতিনিধি প্রত্যাহার কোনো সংকটের ইঙ্গিত নয়। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : সিএনএন
টিকে/