গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশবিলে পিকনিকে গিয়ে নৌকা উল্টে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন- কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে সুরিচালা এলাকা থেকে চলতি বছর এসএসসি পাস করা পাঁচ বন্ধু মিলে পিকনিক করতে মকশবিলে যান। তারা একটি নৌকায় ঘুরতে নামেন। এক পর্যায়ে হঠাৎ করে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায় এবং পাঁচজনই পানিতে পড়ে যান। এর মধ্যে সাকিব হোসেন ও আরাফাত নামের দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন নিখোঁজ হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবির ঘটনায় তিনজন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
কেএন/টিএ