‘মৃগয়া’র সাফল্যের পর নতুন সিনেমায় হাত দেবেন পরিচালক অভিরূপ ঘোষ। এ পর্যন্ত তার পরিচালনায় রহস্য-রোমাঞ্চধর্মী ছবিতে দর্শকরা মুগ্ধ হলেও এবার তিনি পারিবারিক গল্প নিয়ে কাজ করতে যাচ্ছেন। এই ছবিটি হবে নিখাদ পারিবারিক ড্রামা, যেখানে সম্পর্ক ও প্রেমের নানা আবহ দেখা যাবে।
বাংলাদেশি সংবাদমাধ্যমের পক্ষ থেকে পরিচালককে ফোনে যোগাযোগ করলে তিনি বিস্তারিত জানাননি, তবে নিশ্চিত করেছেন যে চিত্রনাট্যে রয়েছে একাধিক স্তর এবং গল্পটি পারিবারিক টানে গড়া। সূত্রের খবর, ছবির প্রধান চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারকে, সঙ্গে থাকবেন বিবৃতি চট্টোপাধ্যায়। ইতিমধ্যে প্রিয়াঙ্কা সরকার চিত্রনাট্য হাতে পেয়ে পরিচালক সঙ্গে যোগাযোগ করেছেন।
গল্পের সূত্র ধরে জানা গেছে, এটি একান্নবর্তী পরিবারের কাহিনি, যা একটি গ্রামের বাড়ির পটভূমিতে দুর্গাপুজোর সময় ঘটবে। পরিবারের দুটি গুরুত্বপূর্ণ সদস্যের চরিত্রে অভিনয় করবেন দর্শনা বণিক ও ঐশ্বর্য সেন। ছবির শুটিং হবে কলকাতা ও পুরুলিয়া এলাকায়।
আগস্টের প্রথমার্ধে শুটিং শুরু করার পরিকল্পনা আছে অভিরূপ ঘোষের। ‘মৃগয়া’র সফলতা পেয়ে তিনি নতুন উৎসাহে এই সিনেমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে এখনও অন্যান্য অভিনেতাদের নির্বাচন বাকি রয়েছে এবং তারা বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছেন।
উল্লেখ্য, ‘বর্ণপরিচয়’, ‘রয়েল বেঙ্গল টাইগার’, ‘অ্যাবি সেন’, ‘ছায়া ও ছবি’ ছবির পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন আবির ও প্রিয়াঙ্কা। ‘মৃগয়া’র মধ্যেও প্রিয়াঙ্কা সরকারের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। নতুন ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক জানিয়েছেন, “শুটিং শুরু হওয়ার অপেক্ষায় আছি, বাকিটা খুব শিগগিরই জানানো হবে।”
বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের পারিবারিক গল্প দর্শকদের কাছে সাড়া ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
কেএন/টিএ