বাংলা চলচ্চিত্রে আবারও একের পর এক সিনেমা নিয়ে শিরোনামে ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি ব্যস্ত অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ছবির শুটিংয়ে। এর আগে বেলা দে-র জীবনীভিত্তিক সিনেমার কাজ শেষ করেছেন তিনি, যেখানে তার ‘বেলা’ চরিত্রের লুক ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। গত পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘পুরাতন’। এরপর জুলাইয়ের ৪ তারিখ মুক্তি পায় রহস্য-রোমাঞ্চে ভরপুর সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’।
আর ২৫ জুলাই, শুক্রবার, মুক্তি পেল ‘গুডবাই মাউন্টেন’। সেখানে ঋতুপর্ণার বিপরীতে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ‘পুরাতন’ ছবির সেই সফল জুটি নতুনভাবে ফিরে এসেছে এই ছবিতে। স্বাভাবিকভাবেই, বর্তমানে টালিউডে সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন হয়ে উঠেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই ব্যস্ততার মধ্যেই এল নতুন খবর- আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’। জুলাই মাসেই মুক্তি পাওয়া প্রথম কিস্তির রেশ এখনো কাটেনি, তার মধ্যেই গোটা ভারতে সিনেমাটি একাধিক শহরে নতুনভাবে মুক্তি পেয়েছে। আর সেই উপলক্ষেই প্রযোজনা সংস্থা ঘোষণা দিয়েছে, শুরু হচ্ছে ‘ম্যাডাম সেনগুপ্ত’-র দ্বিতীয় অধ্যায়।
পরিচালক সায়ন্তন ঘোষালের গোয়েন্দা জগত এবারও এগোবে ঋতুপর্ণার হাত ধরেই। যদিও নির্মাতারা এখনই গল্পের খুঁটিনাটি জানাতে নারাজ। তবে জানা গেছে, আগের ছবির সঙ্গে দ্বিতীয় কিস্তির কাহিনির সরাসরি কোনো সংযোগ থাকছে না। বরং ভিন্ন এক রহস্য নিয়ে এগোবে এই ফ্র্যাঞ্চাইজি।
এদিকে, কৌশিক সেন ও রাহুল বোস দ্বিতীয় কিস্তিতে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। শুক্রবার প্রযোজনা সংস্থার নতুন অফিস উদ্বোধনের সময় আয়োজিত অনুষ্ঠানে এই সিক্যুয়েলের ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে, সঙ্গে ছিলেন প্রযোজক অশোক ধানুকা ও অভিনেতা জিৎ। এভাবেই উৎসবমুখর পরিবেশে ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার সাফল্য উদযাপনের পাশাপাশি দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।
কেএন/টিএ