এবার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এর মঞ্চে অভিনেত্রী মনামী!
মোজো ডেস্ক 11:57AM, Jul 26, 2025
বাংলা টেলিভিশনে রিয়ালিটি শো-এর জনপ্রিয়তায় যোগ হয়েছে আরও এক তারকা উপস্থিতির মুহূর্ত। এবার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে অতিথি হয়ে হাজির হলেন অভিনেত্রী মনামী ঘোষ। সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় চলমান এই শো ইতোমধ্যেই পৌঁছেছে দ্বিতীয় সিজনে, যার জুলাই মাসের চূড়ান্ত পর্বে ছিলেন মনামী।
শো-এর প্রোমোতে দেখা গেছে, উপস্থিত দর্শক এবং প্রতিযোগীদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতা জানিয়ে মনামী বলেন, “এখানে এসে অনেক মা লক্ষ্মীদের দেখে অনুপ্রাণিত হয়েছি। সুদীপ্তাদির সঙ্গে দেখা হওয়াটাও ছিল বাড়তি পাওনা।”
‘লক্ষ্মী ব্যাঙ্ক’ নামের একটি উদ্যোগের মাধ্যমে লড়াকু নারী অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে- যেখানে সম্প্রতি সাতজন মা-লক্ষ্মী পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে অনুদান। আগামী সাত মাস পর্যন্ত চলবে এই সিজনের সম্প্রচার, থাকছে আরও চমক ও নতুন অতিথির আগমন।