অভিনেত্রী নিমৃত কৌরের মতে, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করা যেন একধরনের ‘কমেডি চ্যালেঞ্জ’। কারণ তিনি এতটাই মজার মানুষ যে, শুটিং সেটে সিরিয়াস থাকা দায় হয়ে যায়! সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘এয়ারলিফট’ ছবির এই নায়িকা।
নিমৃত বলেন, ‘অক্ষয় কুমার সম্ভবত আমার জীবনে দেখা সবচেয়ে মজার মানুষ। তার সংলাপ বলার সময় পাশে দাঁড়িয়ে স্থির থাকা যায় না—হাসি আটকানো কঠিন হয়ে যায়। অনেক সময় মনে হয়েছে, শুধু ওর পিছনের দৃশ্যগুলো জুড়লেই একটা সুপারহিট কমেডি ফ্র্যাঞ্চাইজি হয়ে যাবে।’
তবে অক্ষয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা শুধুই রসিকতার নয়, জানালেন তিনি। তার মতে, ‘অক্ষয়ের অনুশাসন, শারীরিক ও মানসিক ফিটনেস, কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এত বছর কাজ করে গেলেও তার মধ্যে কোনো অহংকার নেই। সে নিজেকে গড়ে তুলেছে একটা সিস্টেমের মতো।’
অন্যদিকে, নিমৃত এখন ব্যস্ত এক গোয়েন্দা ঘরানার কমেডি ছবির শুটিংয়ে। তার সঙ্গে আছেন সানি কৌশল ও মেধা শঙ্কর। আর অক্ষয় কুমার শিগগিরই আসছেন ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ও ‘জলি এলএলবি ৩’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে।
এফপি/টিএ