চলচ্চিত্র দিয়ে নয়, ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণেই প্রায়ই আলোচনায় থাকেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি তিনি আবারও খবরের শিরোনামে, বিশেষ করে শাকিব খানকে ঘিরে করা তার একাধিক পোস্ট ও মন্তব্যের কারণে।
সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন ও কথাবার্তার মাধ্যমে শাকিব খানকে নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলার সংবাদমাধ্যমেও উঠে এসেছে তার নাম। এমনকি কেউ কেউ দাবি করেছেন, তিনি বলিউডের সালমান খানের সঙ্গেও কাজের কথাবার্তা বলছেন— এমন ইঙ্গিতও নাকি দিয়েছেন।
নেটিজেনদের একাংশ মনে করছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকতে চান মিষ্টি জান্নাত।
সম্প্রতি, একটি গুজব ছড়িয়ে পড়ে যে, দুবাইয়ে গাড়িতে বসে ধরা খেয়েছেন মিষ্টি জান্নাত। বিষয়টি স্পষ্ট নয়, কিন্তু এই গুজব নিয়ে এবার মুখ খুলেছেন নায়িকা। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করছেন এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলেন, "আপনারা নায়ক-নায়িকাদের বিক্রি করে খাচ্ছেন, আমাদের সম্মান নষ্ট করছেন। আগে শাকিব খানকে নিয়ে ভুল খবর করেছেন, এখন বলছেন আমি ‘গাড়িতে ধরা খেয়েছি’। দুবাই এমন একটা জায়গা যেখানে এসবের কিছুই হয় না। আমাদের জীবনটা কেন নষ্ট করছেন?"
তিনি আরও বলেন, "আমি কখনো রাজনীতি করিনি, টাকা নিয়ে কোথাও যাইনি। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম— এটা থেকেই 'গাড়িতে ধরা পড়া'র মতো খবর বানিয়ে ফেলেছেন! আমি অনুরোধ করব, যে চ্যানেল বা ইউটিউব পেজ এই ধরনের খবর ছড়াবে, তাদের বিরুদ্ধে আমি প্রকাশ্যে আইনগত ব্যবস্থা নেব।"