আওয়ামী লীগের অফিস দখলের মতো কাজ কোনো সভ্য দেশে করা যায় না : আবদুন নূর তুষার

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস দখলের মতো প্রক্রিয়া কোনো সভ্য দেশে করা যায় না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। সম্প্রতি মাসুদ কামাল সঞ্চালিত ‘অন্য মঞ্চ’ নামক একটি আলোচনায় এসব কথা বলেন তিনি।

আব্দুন নূর তুষার বলেছেন, ‘কেউ যদি ক্রিমিনালও হয়, কোনো সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয়, এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। আইনি লড়াই করতে হবে।

বাজেয়াপ্ত করার নির্দেশ পেতে হবে এবং তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তিতর্ক থাকতে হবে। যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশও দেন, এটা নিয়ে আপিলে যাওয়া যাবে। মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া।’

তিনি বলেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, যে সংগঠন সম্পূর্ণ ভূঁইফোড়, যাদের আমরা কেউ চিনি না।

অথচ এটা একটা ইনস্টিটিউট। তার মানে এটা শুধু একটা প্রতিষ্ঠানই নয়, এখানে কিছুটা গবেষণা হয়। কিছুটা শিক্ষাদান হয়। কিছুটা পাঠদান হয়।

এটার নিজেরই তো একটা ঠিকানা থাকার কথা। মানে সে তো এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না। নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে। এটার নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে। এটা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে অনুমতি আছে।

সেগুলা কিছু না থাকলে এ রকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখলপ্রক্রিয়া। এটা দখল করা হচ্ছে। এখন কোনো সভ্য দেশে করা যায় না। কোনো সভ্য সমাজেও এটা করা যায় না।’

তিনি আরো বলেন, ‘আপনি যদি একটা গ্রামে ঢুকে কোনো একটা জমিতে কিছু করতে শুরু করেন, প্রতিবেশীরা প্রশ্ন করবে, আপনি জমিতে কিভাবে এলেন? আপনি কি এটা কিনেছেন? নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন? নাকি কেউ দান করেছে? নাকি এটা খাসজমি? সরকার অনুমোদন দিয়েছে? আপনি পারবেন না। একটা জলাভূমিও আপনি নিতে পারবেন না। এভাবে বাংলাদেশের আইনে রয়েছে।’

আব্দুন নূর তুষার বলেন, ‘সেখানে বঙ্গবন্ধু এভিনিউতে এত বছর ধরে বৃহৎ একটা রাজনৈতিক দল ব্যবহার করছে, যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কি না, সেটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সম্পত্তিটা তো তাদের। কেউ ধরেন, মরে গেলে তার সম্পত্তি দখল করা না। কেউ যদি নির্বাসনে চলে যায় তাহলে তার সম্পত্তি দখল করা না যায়। বহু বছর আগে যারা এখানে সম্পত্তি ফেলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন, তাদের সম্পত্তি নিয়েও যদি নানা রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে, তাহলে এটা তো আমি মনে করি যে অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। এই প্রশাসন আসলে ত্রিচারী। এটা দ্বিচারিতাও বলব না। একদিকে তারা ন্যায়নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন। আরেক দিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন। আরেক দিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান, অন্য বিষয়গুলো আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। এ রকম লুটপাট, ভাঙচুর, সম্পত্তি দখল ভুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া এগুলো তারা করছেন। এটা এক ধরনের ত্রিচারিতা। যেমন ধরেন এনসিপি নিবন্ধন নেই। তারা এটার পেছনে দাঁড়িয়েছে। এই ইনস্টিটিউটের কোনো ঠিকানা নেই। এটাকে কেউ বাধা দিচ্ছে না।’


 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় সমাবেশে কত খরচ হয়েছে, জানালেন জামায়াত আমির Jul 27, 2025
img
২০৩০ সালের মধ্যেই পানিশূন্য হতে পারে রাজধানী কাবুল Jul 27, 2025
img
অভিনেতা সুনীল শেট্টির মন্তব্য: সম্পর্ক ভাঙনের পেছনে কি ভার্চুয়াল জগত দায়ী? Jul 27, 2025
img
এবার সংযুক্ত আরব আমিরাতের মসজিদে দেখা গেল শামীম ওসমানকে Jul 27, 2025
img
অভিনেত্রী সুস্মিতা সেনের কঠিন রোগে প্রতি ৮ ঘণ্টায় খেতেন ওষুধ! শরীরে আঘাত হানে কোন রোগ? Jul 27, 2025
img
এক বছরেও শহীদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা : সারজিস Jul 27, 2025
img
যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা : ট্রাম্প Jul 27, 2025
img
সবার আগে রাষ্ট্রের ৩ প্রধান অঙ্গের সমস্যার সমাধান করতে হবে: আসিফ নজরুল Jul 27, 2025
img
যুক্তরাষ্ট্রের শুল্কহার কমানোর ইঙ্গিত, বৈঠক ২৯ জুলাই Jul 27, 2025
img
এবার ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা এনসিপির Jul 27, 2025
img
লড়াই-সংগ্রামে জনতার বিজয় অর্জিত হবেই, ইনশাআল্লাহ : জামায়াত আমির Jul 27, 2025
img
আত্মবিশ্বাস হোক আরও নিখাঁদ: খালেদ মাসুদ পাইলট Jul 27, 2025
img
অধিনায়ক লিটনকে ধন্যবাদ জানালেন সাইফউদ্দিন Jul 27, 2025
img
'ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন' Jul 27, 2025
img
আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা Jul 27, 2025
img
নিহত সায়মার পরিবারের সঙ্গে সুখে-দুঃখে থাকবে বিএনপি : আব্দুল আউয়াল মিন্টু Jul 27, 2025
ভোটে প্রার্থীর চেহারা দেখা যাবে না, এমন নির্বাচন চায় না বিএনপি Jul 27, 2025
এআই-ই এখন সিদ্ধান্ত নেবে, চাকরি হারাবে মানুষ: স্যাম অল্টম্যানের সতর্কবার্তা Jul 27, 2025
ইউএস-বাংলাকে ২৭ লাখ ডলার ক্ষ'তি'পূরণ দেওয়ার নির্দেশ নেপালের Jul 27, 2025
থাইল্যান্ডে রাশিয়ার বিএম-২১ রকেট চালিয়ে আ/ঘা'ত হেনেছে কম্বোডিয়া Jul 27, 2025