জুলাই বিপ্লব ওলামায়ে কেরামের সামনে অবারিত সুযোগ তৈরি করেছে : ধর্ম উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের ফলে ওলামায়ে কেরামের সামনে অবারিত সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনের পলওয়েল ভবনে এক জাতীয় কনফারেন্সের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লব ওলামায়ে কেরামের সামনে একটি অবারিত সুযোগ তৈরি করেছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে আলেম সমাজকে উপযুক্ত ও যোগ্য অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের আইন প্রণয়ন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় নীতিতে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ইসলামি মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত। সেই লক্ষ্যে ওলামায়ে কেরামের ঐক্য, দক্ষতা ও নেতৃত্ব অত্যন্ত জরুরি।’

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, মসজিদের খতিব, ওয়ায়েজ, গবেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’ শীর্ষক আলেমদের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি ‘মাশায়েখে বাংলাদেশের অবদান ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীকে সভাপতি, মাওলানা আহমদ আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং মুফতি লুৎফুর রহমান ফরায়েজীকে সাধারণ সম্পাদক করে ২২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি ইসলামের সার্বিক রূপ তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। ইসলামি সমাজব্যবস্থার প্রচার, মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ও ঐক্য গড়ে তোলা, এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে রয়েছে— যৌতুকবিহীন বিয়ে আয়োজন, নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কার্যক্রম, নিরক্ষরতা দূরীকরণ ও বয়স্ক শিক্ষা কার্যক্রম এবং দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান।

সংগঠনের উদ্যোক্তারা বলেন, একদল চিন্তাশীল, অভিজ্ঞ ও দূরদর্শী আলেমের নেতৃত্বে গঠিত এই সংগঠন ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার, মানবতার কল্যাণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের খ্যাতিমান আলেম মুফতি তারেক মাসউদ, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশি, নানুপুরের পীর মাওলানা সালাহউদ্দিন, দেওনা দরবারের পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, জাগ্রত কবি কবি মুহিব খান, মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, মুফতি হারুন ইজহার, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মুফতি সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও বহু আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৮ দফা দাবি জানিয়ে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা Jul 27, 2025
img
এক ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না : আখতার Jul 27, 2025
img
অ-১৫ পুরুষদের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ নারী দল Jul 27, 2025
img
পাবনায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি Jul 27, 2025
img
যে তরুণরা মাথার মুকুট ছিল, এখন তাদের নিয়ে অভিযোগ কেন : রাশেদ Jul 27, 2025
img
ফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ওয়াফকন চ্যাম্পিয়ন নাইজেরিয়া Jul 27, 2025
img
বিএনপির ব্যয়ের তুলনায় আয় তিনগুণ Jul 27, 2025
img
রাজউকের ড্যাপ বাতিলসহ চার দফা দাবি স্থপতি ইনস্টিটিউটের Jul 27, 2025
img
‘শহীদের সঙ্গে বেইমানি হবে না’, বলেই পদত্যাগ কেয়ার Jul 27, 2025
img
সুন্দরবনে কাঁকড়া চুরি, কোস্টগার্ডের অভিযানে জব্দ ৭০০ কেজি Jul 27, 2025
img
ফুটবল বিশ্বকাপে ফের মেসি, এএফএ দিলো সুসংবাদ! Jul 27, 2025
img
দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না: শবনম ফারিয়া Jul 27, 2025
img
“আনপপুলার তথ্য” দিয়ে আলোচনায় সারজিস আলম Jul 27, 2025
img
গুগল সার্চে এলো পরিবর্তন Jul 27, 2025
img
সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম Jul 27, 2025
img
গণতন্ত্র ধ্বংসকারীরা নানাভাবে চক্রান্তে মেতে উঠেছে: রিজভী Jul 27, 2025
img
ইসির পর্যবেক্ষক হতে আবেদনের জন্য যা যা দিতে হবে Jul 27, 2025
img
সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে জুলাই সনদের খসড়া: আলী রীয়াজ Jul 27, 2025
img
সরকারি কর্মচারীদের প্রতারণার ফাঁদ এড়িয়ে চলার নির্দেশ Jul 27, 2025
img
ভোলার ১০ রুটে তিন দিন পর ফের চলল যাত্রীবাহী লঞ্চ Jul 27, 2025