বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে পুরনো স্টাইলে (পদ্ধতি) আর নির্বাচন চলবে না। এমন একটি নির্বাচন দিতে হবে, যেখানে প্রত্যেকেই নিজের ভোট নিজে দিতে পারবে।’
আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘নির্বাচন নির্বাচনের মতো করেন।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো পুরনো স্টাইলে আর নির্বাচন চলবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।’
তিনি বলেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে জ্বলে, তারা প্রতিক্রিয়া দেখায়। কোনো ভালো মানুষ প্রতিক্রিয়া দেখায় না।
বাংলাদেশে আর কেউ চাঁদা তুলতে পারবে না, এমন একটি পরিবেশ আমরা গড়ে তুলতে চাই।’
সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাযী ও সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম প্রমুখ।
পিএ/টিকে