বিজয় দেবরাকোন্ডা। পর্দায় তার উপস্থিতি মানেই ভক্তদের উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এবার সেই উত্তেজনা আরও একধাপ ওপরে উঠলো ‘কিংডম’ ট্রেলারের মাধ্যমে। দক্ষিণ ভারতের তিরুপতিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে ‘কিংডম’-এর অফিসিয়াল ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে।
ছবিতে এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন বিজয়। দেশের মঙ্গলার্থে তিনি ত্যাগ করেন নিজের পরিবার, জীবনের স্বাভাবিক ছন্দ। তবে নিয়তির কষাঘাতে সবকিছু ওলটপালট হয়ে যায়, যখন তার ভাইকে মিথ্যা অভিযোগে জেলে পোরা হয়। এখানেই গল্প নেয় নাটকীয় মোড়—একজন নিরব দর্শক থেকে বিজয় হয়ে ওঠেন দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের নায়ক। একসময় এই সংগ্রামী চরিত্রই হয়ে ওঠেন ‘কিংডম’-এর রাজা।
ট্রেলারে নজর কাড়ে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য, সংবেদনশীল সংলাপ আর এক রাজনৈতিক ষড়যন্ত্রের জটিল আবহ। গল্পে যেমন আছে ভাইয়ের জন্য আত্মত্যাগ, তেমনি আছে দেশের জন্য এক অপরাজেয় নায়কের উত্থান। বিজয়ের সংলাপ বলা চোখ, ক্ষুব্ধ অভিব্যক্তি ও দৃঢ় দেহভঙ্গিমা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে।
চরিত্রের মধ্যে ডুবে যাওয়া বিজয়ের এই রূপে নতুন করে আবিষ্কৃত হচ্ছে তার অভিনয়শৈলী। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে চর্চা, চলচ্চিত্রপ্রেমীরা এক বাক্যে বলছেন—এটাই হতে যাচ্ছে বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ।
সব মিলিয়ে ‘কিংডম’ শুধুই আরেকটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে এক যোদ্ধার আত্মোত্সর্গের মহাকাব্য। মুক্তির আগেই যে সিনেমা এত আলোচনার জন্ম দেয়, তা যে বক্স অফিসেও ঝড় তুলবে, তা বলা বাহুল্য।
এফপি/টিএ