দক্ষিণ ভারতের সিনেমা জগতে ধীরে ধীরে নিজের অবস্থান পাকা করছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। বর্তমানে তিনি হায়দরাবাদে শুটিং করছেন নিজের দ্বিতীয় তেলুগু ছবি, যেখানে তাঁর সহ-অভিনেতা রাম চরণ। এই ছবির পরিচালনায় আছেন প্রশংসিত নির্মাতা বুচি বাবু সানা। আর এবার এই পরিচালক-অভিনেত্রীর আকস্মিক একসঙ্গে উপস্থিতি আলোড়ন তুলেছে সিনেপ্রেমীদের মাঝে।
সম্প্রতি হায়দরাবাদের বিখ্যাত এএমবি সিনেমার এমবি লাউঞ্জে একসঙ্গে দেখা গেছে জাহ্নবী ও বুচি বাবুকে। কোন ছবি দেখতে এসেছিলেন তারা, তা নিশ্চিতভাবে জানা না গেলেও গুঞ্জন ছড়িয়েছে—তারা হয়তো 'হরি হারা বীর মাল্লু' দেখতে গিয়েছিলেন। আবার কেউ বলছেন, বিষয়টি একেবারেই রহস্যে মোড়া।
সিনেমা হলে তাদের উপস্থিতির ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে যেমন জাহ্নবীর স্টাইলিশ অথচ সহজসাধ্য পোশাক নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি অনেকেই এই আকস্মিক সাক্ষাৎকে ছবির প্রচারণার অংশ বলেও মনে করছেন।
জানা গেছে, ভৃদ্ধি সিনেমাস প্রযোজিত এই ছবি নিয়ে শুরু থেকেই দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। কাস্টিং তালিকায় রয়েছেন শক্তিশালী অভিনেতা দিব্যেন্দু শর্মা, শিবা রাজকুমার ও জগপতি বাবু। সংগীতে রয়েছেন এ আর রহমান। শিগগিরই শুরু হবে ছবির একটি গুরুত্বপূর্ণ গানের শুটিং।
বলিউডের বাইরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জাহ্নবীর দ্বিতীয় কাজ এটি। তবে এর মধ্যেই তিনি সেখানে দারুণভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। সামাজিক সচেতনতা আর অভিনয় দক্ষতা—দুই মিলিয়ে তৈরি হচ্ছে জাহ্নবীর নতুন পরিচিতি।
এদিকে পরিচালক বুচি বাবুর সঙ্গে এই ঘনিষ্ঠতা ঘিরে নানা আলোচনা শোনা গেলেও, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে এটুকু নিশ্চিত, এই ছবি ঘিরে যা চলছে তা নিছক সিনেমার বাইরেও এক জমজমাট গল্প হয়ে উঠেছে।
এফপি