মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা। অবাক লাগে, বিস্মিত হই। জানি না এজন্য কাকে দায়ী করব। এজন্য সরকারকে দায়ী করব নাকি মালিককে দায়ী করব?
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মতিউর রহমান চৌধুরী, আমাদের সাংবাদিক ইউনিয়ন বা সম্পাদক পরিষদ কী ব্যবস্থা নিল? আমি মনে করি আমরা ব্যর্থ।
তিনি বলেন, আমাদের আত্মসমালোচনা দরকার। আমরা আসলে কতটুকু করতে পেরেছি? তবে এটা স্বীকার করতেই হবে পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকখানি। এক বছর আগে যে অবস্থায় ছিল, এখন আর সে অবস্থা নেই।
তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে যে বিভাজন এটা সবচেয়ে বেশি ক্ষতি করছে। ইদানিং পত্রিকায় পত্রিকায়, টেলিভিশনে টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তা না হলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ব্যহত হবে।
মানবজমিন সম্পাদক বলেন, আশা করব, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে অবস্থার আরো উন্নতি হবে। গণতন্ত্র চাইলে গণমাধ্যমকে কথা বলতে দিতে হবে।
এফপি/টিকে