ভাড়া করা লোক এনে দেশ চালানো যায় না : মাসুদ কামাল

বিদেশ থেকে ভাড়া করা লোক এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধানরা দ্বৈত নাগরিক। জাতীয় ঐকমত্য কমিশনের ভার্চুয়ালি প্রধান, প্রতিদিনের মিটিংগুলোর সভাপতিত্ব করা আলী রিয়াজ, তার প্রধান সহযোগী মনির হায়দার এরা সবাই আমেরিকার নাগরিক।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘উনারা কি এই দেশের লোক? উনাদের শেকড় কি এই দেশে? উনারা কি এই দেশেই থাকবেন শেষ পর্যন্ত? সংস্কার কমিশনে রিপোর্ট জমা দেওয়ার পর আলী রিয়াজ কি এই দেশে থাকবেন? উনি উনার ওখানকার ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আবার ব্যাক করবেন। মনির হায়দার যথারিতি আমেরিকায় ব্যাক করবেন। এখানে কোনো সমস্যা হলে, এই লোকগুলোকে পাব কোথায়? এরা যদি কোনো অন্যায় করে, কোনো ষড়যন্ত্র করে যায়, সে ষড়যন্ত্রের জন্য এদেরকে ধরার কী উপায়, পদ্ধতি আছে? কোনো পদ্ধতি নাই। কাজেই ভাড়াটিয়া লোক দিয়ে হবে না।

দুই দিন পরে ভাড়া শেষ, তারা চলে যাবে ভাড়ার টাকা নিয়ে।

মাসুদ বলেন, ‘তাদের মধ্যে কোনো দায়বদ্ধতা নেই। তারা যেকোনো কাজ করতে পারেন। তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থও করতে পারেন। দুই একজনকে উদাহরণ দিয়ে বলা যেতে পারে তারা দেশপ্রেমিক কিন্তু তাতে সবার দায় এড়ানো যায় না।
তিনি বলেন, ট্রাম্পের যে বাড়তি শুল্ক এই বাড়তি শুল্ক আমাদের ওপর ৩৫ শতাংশ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আগে ১৫ শতাংশ দিতাম। তার সঙ্গে আরো বাড়তি ৩৫ শতাংশ। তার মানে আমাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। পোশাক অথবা যেকোনো জিনিস আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে যাই এই টাকা দিতে হবে।

এতটা শুল্ক দিয়ে ওখানকার প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারব?

পোশাক শিল্পে ভিয়েতনামকে দিতে হবে ২০ শতাংশ উল্লেখ করে মাসুদ বলেন, আমাদের দিতে হবে বাড়তি ৩৫ শতাংশ। এখানে তো ১৫ শতাংশের একটা গ্যাপে পড়ে গেলাম। ১৫ শতাংশ বাড়তি দামে ভিয়েতনামের সঙ্গে কম্পিটিশনে পারব? আমাদের পুরো গার্মেন্টস শিল্পে ধস নামবে। এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় আট থেকে দশ লাখ লোক একদিনে বেকার হয়ে যাবে। এই শিল্পে যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তারা রাস্তায় বসে যাবেন।

সাংবাদিক মাসুদ বলেন, এত বড় একটা ক্রাইসিস আলোচনা করার জন্য আমরা তিন মাস সময় পেয়েছিলাম। আমাদের এখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিল ভাড়াটে খলিলুর রহমান। উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। উনি ওখানে কেন গেলেন? উনাকে কেন পাঠানো হলো- এটা কেউ জানে না। উনি ওখানে গিয়ে কী করেছেন এটাও কেউ জানে না।’

মাসুদ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে যারা এই জিনিসটা দেখেন তারা উনার সঙ্গে বসবেনই না। বলবে তুমি কি বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ? হু আর ইউ? তুমি এখানে কেন আসছো? এই যে সময়টা ক্ষেপণ হলো, শেষ মুহূর্তে এসে আমাদের বাণিজ্য উপদেষ্টা গেলেন, তার সঙ্গে আরো অনেকে গেলেন। এরা এখন দৌড় ঝাঁপ করতেছে। তিন মাস আগে শুরু করলে এই দৌড় ঝাঁপ করতে হতো না। কিন্তু পারলেন না। কারণ এই লোকগুলোর মধ্যে কোনো আন্তরিকতার প্রয়োজন নাই, তারা তো এই দেশের কেউ না। এরা নতুন সরকার আসার পরে এদেশে থাকবে? কেউ থাকবে না। কাজেই এদের কোনো দায় দায়িত্বও নাই।’

টিক/

Share this news on:

সর্বশেষ

img
২৪ ঘণ্টার মধ্যে দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস Jul 29, 2025
img
সম্পর্ক একান্ত ব্যক্তিগত বিষয় : সুস্মিতা চ্যাটার্জি Jul 29, 2025
img
বাবা নীলাদ্রি লাহিড়ীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী সম্পূর্ণা Jul 29, 2025
হাসিনার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় টাকা লেনদেন, অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের! Jul 29, 2025
img
খাদ্য অপচয়ের যুগে একটি জীবন্ত শহর গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে: শায়খ আহমাদুল্লাহ Jul 29, 2025
img
ব্রাজিল ও সান্তোস যুবদলের কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস Jul 29, 2025
img
আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া Jul 29, 2025
img
বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৬ Jul 29, 2025
img
কারিশমার বিচ্ছেদের খবর যে কৌশলে সবার মুখ বন্ধ করেছিলেন কারিনা! Jul 29, 2025
img
এবার নয়া কৌশলে কোটি টাকা কামাচ্ছেন মিতব্যয়ী অক্ষয় Jul 29, 2025
img
সব আন্দোলনে চট্টগ্রাম জাতিকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে: প্রেস সচিব Jul 29, 2025
img
মেয়র হতে না পেরে দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক ভাই : উপদেষ্টা আসিফ Jul 29, 2025
img
এখন কি রক্ষীবাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে : উমামা ফাতেমা Jul 29, 2025
img
মেয়ের প্রশংসা করে জামাই রণবীরকে ধুয়ে দিলেন মহেশ ভাট Jul 29, 2025
ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি! ২০ বছরের স্যাটেলাইট পর্যবেক্ষণে উদ্বেগ Jul 29, 2025
img
ঘরের ভেতর থেকেই চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ Jul 29, 2025
img
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার বাংলাদেশ ও পাকিস্তানের Jul 29, 2025
img
জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত Jul 29, 2025
img
মেঘনা আলমের ল্যাপটপ-মোবাইলে রাষ্ট্রবিরোধী উপাদান আছে কিনা তদন্তের নির্দেশ আদালতের Jul 29, 2025
img
বিচারের পাশাপাশি রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে: রিজওয়ানা Jul 29, 2025