শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু ভোটাধিকারের মাধ্যমে, শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, আপনার আমার জীবনের পরিবর্তন হবে- যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। আর আমরা এমন একটা সংসদ করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে; যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় কোনো রাষ্ট্র কোনো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলেছি- জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের আগে জারি করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ গণঅভ্যুত্থান নাহলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।

নাহিদ ইসলাম আরও বলেন, সমগ্র বাংলাদেশে ঐকমত্য কমিশন বাংলাদেশ সংস্কারের জন্য আলাপ-আলোচনা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলো নিয়ে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টিও অংশগ্রহণ করেছে। আমরা সেখানে বলেছি গণঅভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ বিচার সংস্কার ও নতুন সংবিধান গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। সংস্কারের মাধ্যমে পুরাতন আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে; যাতে আর কোনো নির্বাচন কমিশন দলীয়করণ না হয়। পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ, প্রশাসন ও বিচার ব্যবস্থা চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও কেন্দ্রীয় সদস্য মসিউর রহমান শুভ।

ডা. তাসনিম জারা বলেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না- যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে।

এর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, হরিজন পল্লি পরিদর্শন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ Jul 29, 2025
img
হাসিনার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় টাকা লেনদেন, অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের! Jul 29, 2025
img
মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা, সরাসরি আঘাত হানতে পারে চাঁদে! Jul 29, 2025
img
টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া Jul 29, 2025
img
বিশেষ পানীয়তেই চাঙ্গা থাকেন অক্ষয়! Jul 29, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Jul 29, 2025
img
অস্ট্রেলিয়ায় সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের অভিযোগ: জবাব দিলেন মাহফুজ আলম ও তার ভাই Jul 29, 2025
img
টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য Jul 29, 2025
img
"হৃদয়ের অনেকটা জুড়ে বাংলাদেশ"- হামজার আবেগঘন স্বীকারোক্তি Jul 29, 2025
img
'ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব' Jul 29, 2025
img
চাঁদাবাজদের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান নেই: নাজিমুর রহমান Jul 29, 2025
হযরত নূহ আঃ এর নৌকার ঘটনা | প্রতিদিনের ইসলামিক কার্টুন Jul 29, 2025
img
২৯ জুলাই: বিশ্বব্যাপী ইতিহাসে এই দিনে কী ঘটেছিল? Jul 29, 2025
img
অর্থনীতিবিদ আবুল বারকাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠাল আদালত Jul 29, 2025
img
জামালপুরে বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলার অভিযোগ Jul 29, 2025
img
৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ Jul 29, 2025
img
লাইভ কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতি, তবুও থামলো না জেনিফার লোপেজের নাচ! Jul 29, 2025
img
বিকল্প ভাবনায় রিয়াল, ভিনিসিউস নিয়ে শঙ্কা Jul 29, 2025
img
নিউ ইয়র্কের ম্যানহাটনে হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫ Jul 29, 2025
img
চীনে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৩০ জন Jul 29, 2025