সিরিজ বাঁচাতে বুমরাহকে ওভাল টেস্টেও খেলাতে পারে ভারত

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ড সফরের সব টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ! ডানহাতি পেসারের শরীরের ওপর চাপ কমাতেই বেছে বেছে তিন ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিরিজের প্রথম চার টেস্টের তিনটিতে খেলে নিজের কোটা পূরণ করেছেন বুমরাহ। তবে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থাকায় সিরিজে ফিরতে শেষ টেস্টেও খেলানো হতে পারে তাকে। এমন ইঙ্গিতই দিয়েছেন গৌতম গম্ভীর।


ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই খেলানো হয় বুমরাহ। হেডিংলিতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এজবাস্টন টেস্টে অবশ্য খেলানো হয়নি ডানহাতি পেসারকে। এক ম্যাচের বিরতি দিয়ে ফেরানো হয় লর্ডসে। নিজের ফেরার ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৭৪ রানে ৫ উইকেট। প্রথম তিন টেস্টের বেশিরভাগ সময় ভালো ক্রিকেট খেললেও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত।

সিরিজে ফিরতে ম্যানচেস্টারে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এমন স্বাভাবিকভাবেই বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। ড্র করা ম্যাচে ৩৩ ওভারে ১১২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ‍তিনি। ভারত থেকেই বলে আসা বুমরাহ তিন টেস্ট খেলে ফেলেছেন ম্যানচেস্টার দিয়ে। ডানহাতি পেসার খেলার পরও একটার বেশি ম্যাচ জিততে পারেনি ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় সিরিজ ড্র করতে ওভালে জয়ের বিকল্প নেই সফরকারীদের।



এমন অবস্থায় বুমরাহকে আরেকটি টেস্ট খেলানো হবে কিনা সেই প্রসঙ্গে শুভমান গিল বলেন, ‘সে যদি নিজেকে পুরোপুরি ফিট মনে করে এবং খেলতে প্রস্তুত থাকে, আমার মনে হয়, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আর সে যদি না খেলে, আমি মনে করি, তবুও আমাদের ভালো একটি বোলিং আক্রমণ আছে।’

ইংল্যান্ড সফরে প্রথম চার টেস্টের সবকটিতে খেলেছেন মোহাম্মদ সিরাজ। যার ফলে ক্লান্ত হয়ে যাওয়া ডানহাতি পেসারকে ওভালে বিশ্রাম দিতে পারে ভারত। ম্যানচেস্টার টেস্টের আগে চোটে পড়েন আর্শদীপ সিং (বোলিং হাতে চোট) ও আকাশ দীপ (কুঁচকির)। যার ফলে শেষ ম্যাচে খেলা হয়েছে আনশুল কাম্বোজকে। গম্ভীর নিশ্চিত করেছেন দলের সব পেসারই ফিট আছেন। ভারতের প্রধান কোচ জানিয়েছেন, বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ডানহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।

গম্ভীর বলেন, ‘সব ফাস্ট বোলারই ফিট আছে। চোট নিয়ে কোনো দুর্ভাবনা নেই। শেষ টেস্টে কম্বিনেশন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। জাসপ্রিত বুমরাহ খেলবে কি খেলবে না, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শেষ পর্যন্ত যারা-ই খেলবে, চেষ্টা করবে দেশের জন্য ম্যাচটি জিততে।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ব্রাজিল ও সান্তোস যুবদলের কোচ এখন বসুন্ধরা কিংসে Jul 29, 2025
img
আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া Jul 29, 2025
img
বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৬ Jul 29, 2025
img
কারিশমার বিচ্ছেদের খবর যে কৌশলে সবার মুখ বন্ধ করেছিলেন কারিনা! Jul 29, 2025
img
এবার নয়া কৌশলে কোটি টাকা কামাচ্ছেন মিতব্যয়ী অক্ষয় Jul 29, 2025
img
সব আন্দোলনে চট্টগ্রাম জাতিকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে: প্রেস সচিব Jul 29, 2025
img
মেয়র হতে না পেরে দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক ভাই : উপদেষ্টা আসিফ Jul 29, 2025
img
এখন কি রক্ষীবাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে : উমামা ফাতেমা Jul 29, 2025
img
মেয়ের প্রশংসা করে জামাই রণবীরকে ধুয়ে দিলেন মহেশ ভাট Jul 29, 2025
ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি! ২০ বছরের স্যাটেলাইট পর্যবেক্ষণে উদ্বেগ Jul 29, 2025
img
ঘরের ভেতর থেকেই চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ Jul 29, 2025
img
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার বাংলাদেশ ও পাকিস্তানের Jul 29, 2025
img
জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত Jul 29, 2025
img
মেঘনা আলমের ল্যাপটপ-মোবাইলে রাষ্ট্রবিরোধী উপাদান আছে কিনা তদন্তের নির্দেশ আদালতের Jul 29, 2025
img
বিচারের পাশাপাশি রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে: রিজওয়ানা Jul 29, 2025
img
কুমিল্লায় সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাকে আটক করল ডিবি Jul 29, 2025
img
বাংলাদেশ দলের কোচের চাকরি হারাচ্ছেন ফিল সিমন্স? Jul 29, 2025
img
দেবের নতুন সিনেমায় ‘প্রজাপতি ২’-এ সুরের জাদুতে ফিরছেন জিৎ গঙ্গোপাধ্যায় Jul 29, 2025
img
মালয়েশিয়ায় হুন্ডি কারবারির অভিযোগে আটক ৬ বাংলাদেশি Jul 29, 2025
img
খসড়া দেয়া হয়েছে আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে: আলী রীয়াজ Jul 29, 2025