সংগীতশিল্পী এ কে রাতুলের হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ সংগীতাঙ্গন ও তার ভক্ত-পরিবার। প্রিয় ভাইয়ের শূন্যতা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ছোট ভাই রাহুল। ভাইকে হারানোর কষ্টে ডুবে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন আবেগে গাঁথা এক হৃদয়ভাঙা স্ট্যাটাস। সেই লেখায় উঠে এসেছে স্মৃতি, প্রতিজ্ঞা আর চিরকালীন এক ভালোবাসার কথা।
রাহুল লেখেন, ‘পৃথিবীতে একটা এ কে রাতুল ছিল, আর আসবেও না এরকম মানুষ কোনো দিন। ভাই রে, আমি প্রতিজ্ঞা করছি, আমি যা করি সেটা করে যাব। তুমি আমার গিটার টোন প্রতি শোয়ের পর বাজাতে চাইতা, এখন কেউ নাই বাজানোর’। পোস্টে উঠে আসে তাদের শৈশবের স্মৃতি, শেয়ার করা হয় ভাইয়ের রেসলিং এর প্রতি ভালোবাসা, গেমিং আগ্রহ আর পরিবারের গল্পও। তিনি বলেন, ‘তোমার জন্য জিটিএ-6 শেষ করব আমি, যেটা তুমি প্রি-অর্ডার করতে চাচ্ছিলে’।
রাহুল আরও লেখেন, ‘ভেঙে পড়ছি অনেক। আমার ভাইকে নিয়ে অনেক কিছু প্রতিদিন বলব, কেউ কিছু মনে নিয়েন না’। তিনি বলেন, ‘স্ক্রল করি আর আপনাদের ভালোবাসা দেখি, খালি আমার ভাইটার জন্য। পোস্টের শেষের দিকে রাহুল বলেন, ‘আব্বুর সাথে সব স্টোরি শেয়ার করো, তিন ভাই মিলে যে দুষ্টামিগুলো করেছি’।
এ কে রাতুল ছিলেন ব্যান্ড ‘উন্ড’-এর ভোকাল ও বেজিস্ট, বড় ভাই সামী ছিলেন ড্রামার এবং ছোট ভাই রাহুল ফ্রিল্যান্স মিউজিশিয়ান হিসেবে কাজ করছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাতুল। শেষ আশ্রয়স্থল হিসেবে বনানী কবরস্থানে বাবা চিত্রনায়ক জসিমের পাশে শায়িত হন এই প্রতিভাবান শিল্পী।
এফপি/এসএন