‘টায়রাটি আসলে কখনোই ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ছিল না।‘ এই সহজ উত্তরই মিলিয়ে দেয় বহুদিনের এক জিজ্ঞাসার রহস্য। কেন প্রিন্সেস ডায়ানার মতো করে তাঁর পুত্রবধূ কেট মিডলটন বা মেগান মার্কেল ‘স্পেনসার টায়রা’ পরে বিয়ের দিন হাজির হননি?
‘দ্য কোর্ট জুয়েলার’-এর বিশেষজ্ঞ লরেন কিহনা জানাচ্ছেন, ডায়ানার সেই ঐতিহাসিক টায়রা ছিল তাঁর পিতৃসূত্রে প্রাপ্ত পারিবারিক গয়না, ব্রিটিশ রাজপরিবারের রাজমুকুটের অংশ নয়। ফলে এটি রাজপরিবারের নিয়মিত রত্নভাণ্ডারে অন্তর্ভুক্ত নয় এবং কেট বা মেগানের বিয়েতে তা ব্যবহারের সম্ভাবনা ছিল না।
‘ইনস্টাইল’ ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, ১৯১৯ সালে তৈরি হওয়া এই টায়রাটি ডায়ানার দাদির মাধ্যমে পরিবারে আসে। পরে তাঁর বোন লেডি সারাহ ও লেডি জেনের বিয়েতেও এটি ব্যবহৃত হয়। ১৯৮১ সালের প্রিন্স চার্লসকে বিয়ের সময় ডায়ানাও এটি পরে নজর কাড়েন বিশ্বব্যাপী।
তবে আশ্চর্যের বিষয়, ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের কন্যারা তাদের বিয়েতে এটি ব্যবহার করেননি। লেডি কিটি ও লেডি অ্যামেলিয়া ভিন্ন গয়না বেছে নেন। শেষবার এটি দেখা যায় ২০১৮ সালে ডায়ানার ভাতিজি সেলিয়া ম্যাককরকোডেলের বিয়েতে।
বর্তমানে ‘স্পেনসার টায়রা’ ডায়ানার ভাইয়ের মালিকানায় রয়েছে। ভবিষ্যতে তা তাঁর ছেলে কাউন্ট অলথরপের কাছে যাবে বলে জানা গেছে।
এদিকে, ডায়ানার দুই পুত্রবধূ স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে অন্যভাবে তাঁকে ধারণ করেছেন। কেট মিডলটন তার এনগেজমেন্ট রিং হিসেবে ডায়ানার বিখ্যাত নীলকান্ত ও হীরার আংটি পরে আসছেন ২০১০ সাল থেকে। মেগান মার্কেল পরে থাকেন ডায়ানার কার্টিয়ার ঘড়ি এবং বিয়ের রিসেপশনে পরেন ডায়ানার অ্যাকোয়ামারিন রিং, যা তিনি পরতেন প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর।
এফপি/টিএ